হোম /খবর /দক্ষিণবঙ্গ /
নেই রাস্তা, নেই ভোট! নতুন রাস্তা দিয়ে হেঁটে গিয়েই ভোট দেবেন এলাকাবাসী!

North 24 Parganas News: নেই রাস্তা, নেই ভোট! নতুন রাস্তা দিয়ে হেঁটে গিয়েই ভোট দেবেন এলাকাবাসী!

X
বেহাল [object Object]

North 24 Parganas News: নতুন রাস্তা চাই। ভোট আসলেই শুধু মেলে প্রতিশ্রুতি। এবার একেবারে বেকে বসেছেন এলাকাবাসী!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

উত্তর ২৪ পরগনা: রাজ্যে পালাবদল হলেও বদলায়নি এলাকা বাসীদের চেনা বেহাল রাস্তায় যাতায়াতের ছবিটা। বিস্তীর্ণ এলাকার মানুষের ব্যবহারের এই বেহাল রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে দাবি স্থানীয়দের। তাই সরকারের দেওয়া রেশনের চাল গম এর থেকেও এখন স্থানীয় মানুষদের আগে দাবি রাস্তা সংস্কারের।

বৃষ্টি হলেই আরও বেড়ে যায় এই রাস্তায় চলাচলের সমস্যা। রাতের অন্ধকারে এই রাস্তায় যাতায়াতে রীতিমতো নিতে হয় প্রাণের ঝুঁকি। ইতিমধ্যেই ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। শরীর স্বাস্থ্য খারাপ হলে এই রাস্তা দিয়েই যেতে হয় স্বাস্থ্য কেন্দ্রে তবে রাস্তা পার হতেই রোগীর শারীরিক সমস্যা আরও বহুগুণ বেড়ে যায় বলেই জানালেন স্থানীয়রা।

 আরও পড়ুন: বেল খেলে কী হয় জানেন? পাকা বেলের উপকারিতা চমকে দেবে! আগুন দাম বাজারে!

আরও পড়ুন:

চলাচলের অযোগ্য হওয়ায় যানবাহনের সুবিধাও মেলেনা সেভাবে। বৃষ্টি বর্ষায় জল জমে এতটাই খারাপ পরিস্থিতি হয় যে, রীতিমতো এলাকায় প্রয়োজন ছাড়া বেরোতে পারেন না স্থানীয়রাও। প্রায় এক কিলোমিটারের এই বেহাল রাস্তায়, প্রত্যেকদিনই প্রায় নরক যন্ত্রণা ভোগ করে যাতায়াত করতে হয় এলাকার মানুষদের। এই ছবি বাগদা রানাঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের। বাসিন্দাদের অভিযোগ, প্রধানকে একাধিকবার জানানোর পরও কোনরকম সুরাহা হয়নি। ভোট এলেই মেলে প্রতিশ্রুতি। কিন্তু, ভোট চলে গেলেও বদলায় না চেনা দুর্দশার ছবি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এলাকাবাসীদের দাবি নতুন রাস্তা দিয়েই একমাত্র যাবেন ভোট দিতে। বিষয়টি নিয়ে যদিও বা পঞ্চায়েতের তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে এখন দেখার রাস্তা সংস্কার হয়ে কবে বদলায় গ্রামবাসীদের দুর্দশার চেনা চিত্র।

Rudra Narayan Roy

Published by:Piya Banerjee
First published:

Tags: Election, North 24 Parganas news, Road