উত্তর ২৪ পরগনা: গাড়ি নয়, সাইকেল নিয়ে হেঁটে এবার নজরদারি চালাবে পুলিশ! করা হাতে আইন নিয়ন্ত্রণের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার ছটি থানায় পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে ‘বিটপুলিশিং’। যা আগামী দিনে পুলিশি নজরদারি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন, পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ অন্যান্য পুলিশকর্তারা। যা কিনা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে প্রথম। কী এই বিট পুলিশিং? জানা যায়, ব্যারাকপুর কমিশনারেটের যে সব এলাকা স্পর্শকাতর, সেই সব এলাকায় টহল দেবে পুলিশ। এক একটি এলাকার জন্য থাকছেন একজন করে কনস্টেবল।
প্রত্যেককে কমিশনারেটের তরফে একটি করে সাইকেল দেওয়া হয়েছে। সেই সাইকেলে করেই নির্দিষ্ট এলাকায় গিয়ে, সাইকেল রেখে পায়ে হেঁটে পুলিশের পোশাকে ঘুরছেন কনস্টেবলরা। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন। এ ছাড়াও মন্দির-মসজিদ কমিটি, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। পাশাপাশি, এলাকার প্রবীণদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও জানার চেষ্টা চালাচ্ছেন। এভাবেই, এলাকার সমাজবিরোধীদের সম্পর্কে খোঁজখবর রাখারও কাজ করবেন এই পুলিশকর্মীরা এবং নির্দিষ্ট তথ্য থানায় গিয়ে জানাবেন।
এলাকায় আদৌপুলিশকর্মীরা যাচ্ছেন কি না, তা জানতে যন্ত্রের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকার মানুষদের থেকে স্বাক্ষরও করিয়ে আনতে হচ্ছে ওই পুলিশকর্মীদের। আপাতত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ছ’টি থানা এলাকায় এই বিট পুলিশিং সিস্টেম চালু হয়েছে। যার মধ্যে রয়েছে খড়দহ, টিটাগড়, কামারহাটি, জগদ্দল, ভাটপাড়া এবং হালিশহর। প্রতিটি থানায় পাঁচ থেকে আট জন করে বিট পুলিশ থাকছেন।
এক একটি এলাকার জন্য এক জন করে পুলিশকর্মী থাকবেন। এ ধরনের বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকাভিত্তিক অনেক খবর থানা পেতে শুরু করেছে বলে দাবি পুলিশকর্তাদের। কমিশনারেটের এক পুলিশকর্তার কথায়, কোনও কমিশনারেট বা জেলা পুলিশ এলাকায় এ হেন বিট পুলিশিং আগে কখনও হয়েছে বলে জানা নেই। আগামী দিনে এই পদ্ধতি যথেষ্টই ফলপ্রসু হবে অনুমান প্রশাসনিক কর্তাদের। ফল মিললে অন্যান্য থানা গুলিতেও এই পদ্ধতি ব্যবহার করে এলাকার শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হবে বলেই জানা গিয়েছে।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Police