বসিরহাট: মধ্যরাতে বাংলা ভাষা জন্য যারা প্রান দিয়েছিলেন সেই শহীদদের স্মরণে পথে নামল সীমান্ত শহর বসিরহাট। আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পথে নেমেছিলেন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর বসিরহাটের লেখক, শিল্পী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
বসিরহাট মহকুমা ভাষাচর্যা পরিষদের উদ্যোগে রাত বারোটায় বসিরহাট টাউন হল থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। বসিরহাটের রাজপথের সেই মিছিলে বহু বুদ্ধিজীবী, ভাষাপ্রেমী থেকে বসিরহাটের অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহন করেছিলেন। মিছিল গোটা শহর পরিক্রমা করে বসিরহাট রবীন্দ্র ভবনের পাশে সূর্যকান্ত উদ্যানে এসে উপস্থিত হয়।
আরও পড়ুন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল বনগাঁয়, ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী
ভাষা শহীদ স্মারক শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সংগঠকদের পক্ষ থেকে। সেখানে সারারাত ধরে চলে ভাষা দিবসের গান, কবিতা পাঠ। উদ্যোক্তা গৌতম চক্রবর্তী বলেন, "বর্তমান সময়ে মূল্যবোধ অবক্ষয়ের কালে মাতৃভাষাকে মনে রাখার জন্য বিশেষ করে তরুণ প্রজন্মকে শহীদ দিবসের গুরুত্ব বোঝাতে আমাদের এই উদ্যোগ।"
আরও পড়ুন- ভাষাদিবস পালন ঢাকায়, সাদা-কালো পোশাকে প্রভাতফেরি, অমর একুশে স্মরণ দেওয়াল লিখনে
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত সহ একাধিক লেখক, শিল্পী ও সাহিত্যিক সংগঠনের মানুষজন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মধ্যরাতের এই মোমবাতি মিছিল শহীদদের শ্রদ্ধা জানানোর এক অভিনব প্রয়াস বলে মনে করেন সীমান্ত শহর বসিরহাটের মাতৃভাষা তথা বাংলা ভাষা প্রেমী মানুষ।
জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।