হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ফের বেড়েছে গ্যাসের দাম, কাঠের উনুনেই রান্না করতে চায় মধ্যবিত্তরা

North 24 Parganas News: ফের বেড়েছে গ্যাসের দাম, কাঠের উনুনেই রান্না করতে চায় মধ্যবিত্তরা

X
কাঠের [object Object]

রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া হওয়ায় আগেকার সেই মাটির উনুনেই রান্না করতে চাইছেন বসিরহাটের বাদুড়িয়ার গৃহিণীরা। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বসিরহাট: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফে ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের! ১১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম আপাতত ১১২৯ টাকা। স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের মাথায় হাত!  তবে কি এবার গ্যাস ছেড়ে উনুন ধরতে হবে? এই প্রশ্নই ভাবাচ্ছে গ্রামের গৃহিণীদের।

    করোনার প্রভাবে দীর্ঘ লকডাউনে চরম প্রভাব পড়েছে আমজনতার রুজি রোজগারে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বাড়ি-বাড়ি গ্যাস সংযোগ পেলেও এবার সেই গ্যাস সিলিন্ডার কিনতে নাভিশ্বাস উঠছে। আর্থিক খরা কাটিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে আমজনতার। সংসার চালাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কেনাকাটা করতে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। তার উপর লাগামহীন ভাবে বেড়েই চলেছে রান্নার গ্যাসের মূল্য। ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৫০ টাকা সিলিন্ডার প্রতি বেড়েছে ৷ একটি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে ১১২৯ টাকা।

    এর আগে শেষ বার গ্যাসের দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই। ৭ মাস পর ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। পেট্রল-ডিজ়েলের চড়া দামের কারণে যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা লাগছে। এবার রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া হওয়ায় আগেকার সেই মাটির উনানেই রান্না করতে চাইছেন বসিরহাটের বাদুড়িয়ার গৃহিণীরা।

    জুলফিকার মোল্যা

    First published:

    Tags: LPG