হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
পরিচয়পত্রে মুঘল আমলের ঠিকানা লিখেছিলেন, পরের কাণ্ডে চমকে দেওয়া

North 24 Parganas News: পরিচয়পত্রে মুঘল আমলের ঠিকানা লিখেছিলেন, পরের কাণ্ডে চমকে দেওয়ার মতো

X
প্রাচীনতম [object Object]

North 24 Parganas News: এই রেকর্ডের জন্য পৌরসভার পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়। তাঁর এই কৃতিত্বে খুশি পরিবারসহ এলাকাবাসী।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বসিরহাট: সঠিকভাবে ঠিকানা লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন বাঙালি সৈয়দ মনোয়ার আলি। পাশাপাশি নাম তুলেছেন এশিয়া বুক অফ রেকর্ডসেও।

    উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের আস্তানা রোডের বাসিন্দা সৈয়দ মনোয়ার আলি মুঘল আমলের প্রাচীন আবাসিক ঠিকানায় থাকার জন্য ২০২২-তে তিনি তাঁর আধার কার্ডে জেলা নাম্বার এবং মৌজা নাম্বারের তথ্য তুলে ধরেছিলেন। তা যাচাই করা হয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে।

    পরবর্তীতে যাচাইয়ের মাধ্যমে মুঘল আমলের প্রাচীনতম ঠিকানায় থাকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাঁকে স্বীকৃতি দেয়।

    বসিরহাটের আস্তান রোডের বাসিন্দা মনোয়ার আলি যে বাড়িতে থাকেন, সেই বাড়িটির মৌজা মুঘল আমলের রাজস্ব আদায়ের ক্ষুদ্র একটি একক। পাসপোর্ট এবং আধার কার্ডে উল্লিখিত জেলা নম্বর এবং মৌজা নম্বর তুলে গত বছর সেপ্টেম্বর মাসে মনোয়ার আলির দাবিকে যাচাইয়ের মাধ্যমে স্বীকৃতি দেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।

    আরও পড়ুন, 'এই' নম্বরে হোয়াটস্অ্যাপ করলেই মিলবে পরিষেবা, উদ্যোগ তাক লাগিয়ে দেওয়ার মতো

    আরও পড়ুন, জয় জোহার মেলায় ধামসা মাদলে র‍্যালির সঙ্গে পা মেলালেন বিডিও

    মনোয়ার আলি থাকেন বসিরহাটের ১০ নম্বর ওয়ার্ডের আস্তানা রোডে। তবে তিনি শুধুমাত্র তাঁর আধার কার্ড নয়, পরিবারের সকলেরই আধার কার্ডে জেলা নাম্বার এবং মৌজা নম্বর অন্তর্ভুক্ত করেছেন। পেশায় তিনি বসিরহাট শাহী মসজিদের খাদেম। তাঁর এই রেকর্ডের জন্য পৌরসভার পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়। তাঁর এই কৃতিত্বে খুশি পরিবারসহ এলাকাবাসী।

    জুলফিকার মোল্লা

    First published:

    Tags: Basirhat