হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
সাপের লেজ ধরতেই সব শেষ, বিষধরের ছোবলে মর্মান্তিক মৃত্যু!

North 24 Parganas News: সাপের লেজ ধরতেই সব শেষ, বিষধরের ছোবলে মর্মান্তিক মৃত্যু!

X
সাপ, [object Object]

North 24 Parganas News: প্রশিক্ষণ না থাকায় বেঘোরে প্রাণ ‌গেল এক প্রৌঢ়ের। চাঞ্চল্য এলাকায়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বসিরহাট: প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরার কেরামতি দেখাতে গিয়ে বিষধরের ছোবলে প্রাণ গেল এক ব্যক্তির। আজও গ্রামগঞ্জে অনেকেই প্রশিক্ষণ ছাড়া সাপ ধরে নিজেকে সাপুড়ে বা তান্ত্রিক প্রমাণ করার চেষ্টা করেন। আবার কেউ কেউ সাপ নিয়ে গ্রামে ঘুরে ঘুরে সাপের খেলা দেখানোর নামে নিজের কেরামতি জাহির করে মাদুলি-তাবিজ-কবচ বিক্রি করেন।

তবে সাপ ধরার কেরামতি দেখাতে গিয়ে এবার প্রাণই গেল বসিরহাটের হাড়োয়ার এক ব্যক্তির। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের কচুরহুলা গ্রামে মেছো ঘেরিতে মাছের আতলে একটি বিষধর সাপ ধরা পড়ে। খবর পেয়ে সেই সাপ ধরতে ছুটে গিয়েছিলেন সেখানে বছর ষাঠের নিরঞ্জন সর্দার।

আরও পড়ুন: রোজ রোজ ঝগড়া-অশান্তি, রাগে স্ত্রীকে মেরেই ফেলল স্বামী! নৃশংস কাণ্ড

স্থানীয়দের দাবি, বন কর্মীদের খবর দেওয়ার আগে নিজে গিয়ে সাপ ধরার কেরামতি জাহির করতে যান তিনি। সাপের লেজটাও ধরেছিলেন তিনি, কিন্তু কায়দাটা আদতে হয়নি। ঠিক সেই সময়ই ফণা তুলে হাতে ছোবল বসিয়ে দেয় সাপটি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: পুলিশ লেখা গাড়িতেই হচ্ছিল পাচার! জলপাইগুড়িতে চাঞ্চল্যকর কাণ্ড

এই ঘটনার পরই প্রশ্ন উঠছে সাপ ধরার প্রশিক্ষণ ছাড়াই তিনি কেন সাপ ধরতে গিয়েছিলেন। কেন বন দফতরকে খবর দেওয়া হল না? ওই ব্যক্তি সাপ ধরার কেরামতি দেখাতে গিয়েই বেঘোরে প্রাণ দিলেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কচুহুলার গ্রামে। বিজ্ঞানের অগ্রগতির যুগে আর কতদিন এই অজ্ঞতার পথে হাঁটবে মানুষগুলি, প্রশ্ন উঠছে।

জুলফিকার মোল্যা

Published by:Raima Chakraborty
First published:

Tags: North 24 Parganas news, Snake Bite