হোম /খবর /দক্ষিণবঙ্গ /
শহরে ফুটবল উন্মাদনা, মধ্যমগ্রামে হল এমএলএ কাপের রাজকীয় সূচনা

North 24 Parganas News: শহরে ফুটবল উন্মাদনা, মধ্যমগ্রামে হল এমএলএ কাপের রাজকীয় সূচনা

X
এমএলএ [object Object]

শহরে ফুটবল উন্মাদনা, মধ্যমগ্রামে হল এমএলএ কাপের রাজকীয় সূচনা

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#উত্তর ২৪ পরগণা: ফুটবল বিশ্বকাপের মধ্যেই মধ্যমগ্রামে দ্বিতীয় বর্ষ এমএলএ- কাপের সূচনা হল রাজকীয় ভাবে। মাইকেল নগর থেকে মন্ত্রী রথীন ঘোষ শুভ সুচনা করেন। মধ্যমগ্রাম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত বছর থেকে শুরু হয় এই এমএলএ কাপের।

আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে এই এমএলএ কাপের। কলকাতা মাঠের প্রাক্তন ও বর্তমান তাবড় তাবড় খেলোওয়াড়রাও থাকবেন এই কাপে। যার শুভ সূচনা এদিন হল ঘোড়ার গাড়ি এবং বাইক র্যা লির মধ্যে দিয়ে।মধ্যমগ্রাম মাইকেল নগর থেকে শুরু হয়ে সাঝিরহাট পর্যন্ত হয় এই সুবিশাল রেলি। রাজকিয় এই শোভা যাত্রা দেখতে রাস্তার দু ধরে বহু মানুষ ভিড় জমিয়ে ছিলেন। এই এমএলএ কাপের রেলিতে পৌরসভার সকল জন প্রতিনিধিরাও অংশ নেই এই যাত্রায়। এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবলের প্রতি মানুষের একাগ্রতা অনেকটাই বেড়েছে বলে দাবি করেন খাদ্যমন্ত্রী। তাই আগামী কয়েকদিন ফুটবল জ্বরে গা ভাসাবেন মধ্যমগ্রাম বাসীরা বলেই আশাবাদী উদ্যোক্তারা।

আরও পড়ুন -  Argentina vs Croatia: আজকের রাতে বাঁশি হাতে মাঠে থাকবেন ড্যানিয়েল ওরসাতো, আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া কার জন্য পয়া তিনি

১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতা। মোট সাত টি টিম অংশগ্রহণ করবে এই কাপে। ইমামি ইস্ট বেঙ্গল, এরিয়ান্স ক্লাব, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস, আসুজ রেনবো, নেতাজি ব্রিগেড উত্তরপাড়া, ইউনাইটেড এফ সি, এই টিম গুলির মধ্যে খেলার মাধ্যমে উঠে আসবে সেরা দল।

আরও পড়ুন -  Weather Update: সাইক্লোনের জেরে জেরবার উপকূল,তবে কলকাতার তাপমাত্রা বাড়ছে জোরকদমে,কবে শীত রইল আপডেট

কলকাতা মাঠের স্বনামধন্য খেলোয়াড়দের দেখতে মধ্যমগ্রাম বসুনগর মাঠে মানুষের ভির উপচে পরবে তা বলাই যায়। আর তাই এই মুহুর্তে চলছে মাঠ রক্ষণাবেক্ষণের কাজ। হাতে আর মাত্র কয়েকদিন। পছন্দের দলের হয়ে গলা ফাটাতে তাই তৈরি হচ্ছেন মধ্যমগ্রামের ক্রীড়াপ্রেমীরা।

Rudra Narayan Roy
Published by:Debalina Datta
First published:

Tags: Madhyamgram, North 24 pargana