হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
লক্ষাধিক টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা গ্রেফতার এক

North 24 Parganas News: ফের আর্থিক প্রতারণার ফাঁদ! অনেক বড় খেলা, লোভ দেখিয়ে মহাসর্বনাশ, খেল খতম!

North 24 Parganas News: ফের আর্থিক প্রতারণার ফাঁদ! অনেক বড় খেলা, লোভ দেখিয়ে মহাসর্বনাশ, খেল খতম!

North 24 Parganas News: ফের আর্থিক প্রতারণার ফাঁদ! অনেক বড় খেলা, লোভ দেখিয়ে মহাসর্বনাশ, খেল খতম!

বেসরকারি ব্যাংকের লক্ষাধিক টাকার লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা গ্রেফতার এক গ্রেফতার করলে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বিধাননগর: গত ২৩ শে জানুয়ারি ২০১৩ সালে করুনাময়ী হাউজিং এর বাসিন্দা তাপস বারিক বিধান নগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে এক ব্যক্তি তার ব্যবসার জন্য বেসরকারি উজ্জ্বলা স্মল ফিনান্স ব্যাংকের তরফ থেকে ১৪ লক্ষ টাকা লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার পরিবর্তে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে সেই ব্যক্তি তাদের থেকে মোট ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

    এরপরে তার সঙ্গে বারংবার যোগাযোগ করলেও লোন সংক্রান্ত বিষয়ে কোন ধরনের সদুত্তর দিতে পারেন না ওই ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে প্রতারিত হয়েছেন সন্দেহ করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় বিষয়টি জানান এই ব্যবসায়ী। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই প্রতারণার সঙ্গে জড়িত সুমন জানা।

    আরও পড়ুন: Malda News: ফের খবরে পাচারকারী! পুলিশের জালে সেই ব্যক্তি, চেনা চেনা মুখ? তুলকালাম এলাকায়

    আরও পড়ুন: South 24 Parganas News: বাড়ি ফাঁকা ছিল, সেই সুযোগে পরিচারিকাকে ধর্ষণ করল গৃহকর্তা

    এরপরই পূর্ব মেদিনীপুরে কন্টাইতে হানা দিয়ে সুমন জানাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই সুমন জানার বিরুদ্ধে এর আগেও একই ধরনের মামলা বিধান নগরের অন্য থানাতেও রয়েছে। আজ অভিযুক্তকে বিধান নগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তির সঙ্গে অন্য কোন ব্যক্তি চক্রের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

    অনুপ চক্রবর্তী

    First published:

    Tags: North 24 Parganas news