হোম /খবর /দক্ষিণবঙ্গ /
১৩৫ জন কৃষকের ধান বিক্রি হচ্ছিল না, মন্ত্রীর এক ফোনেই হল সমাধান

North 24 Parganas News: ১৩৫ জন কৃষকের ধান বিক্রি হচ্ছিল না, মন্ত্রীর এক ফোনেই হল সমাধান

X
মন্ত্রীর [object Object]

উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নম্বর  গ্রাম পঞ্চায়েতে বিশেষ প্রকল্পের পর্যবেক্ষণে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

  • Share this:

    উত্তর ২৪ পরগনা: ধান কেনার তালিকায় নেই নাম, সমস্যায় পড়েছিলেন গাইঘাটার ১৩৫ জন কৃষক। বিধায়ককে কাছে পেয়েই সমস্যার কথা তুলে ধরলেন তারা। মুহূর্তেই ফোনে ধান কেনার ব্যবস্থা করতে নির্দেশ দিলেন মন্ত্রী।

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নম্বর  গ্রাম পঞ্চায়েতে বিশেষ প্রকল্পের পর্যবেক্ষণে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই বড়া গ্রাম্য কৃষি উন্নয়ন সমবায় লিমিটেড পরিদর্শনের সময়, কৃষি সমবায়ের সদস্যরা মন্ত্রীকে জানান, সরকারিভাবে ধান বিক্রয় করতে পাচ্ছেন না তাঁরা । অভিযোগ পেয়েই, সংশ্লিষ্ট দফতরের  আধিকারিকদের ধান কেনার জন্য ফোনেই নির্দেশ দেন মন্ত্রী।

    বিষয়টি নিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, '' হয়তো এই ১৩৫ জন কৃষক  কৃষি উন্নয়ন সমবায়ের গাফিলতির ফলেই তালিকাভুক্ত হননি। আগামীতে দু তিনটে ক্যাম্প করে ধান কেনার জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি।'' মন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই, সমস্যার সমাধান!  খুশি অভিযোগকারী কৃষি সমবায়ের সদস্যরা।

    Rudra Narayan Roy

    First published:

    Tags: North 24 Parganas news