হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
কাজ না করলে মিলবে না খাবার! মে দিবসে আক্ষেপ কৃষকদের

North 24 Parganas News: কাজ না করলে মিলবে না খাবার! মে দিবসে আক্ষেপ কৃষকদের

X
কৃষক [object Object]

কাজ না করলে খাওয়া হবেনা, মে দিবসে আক্ষেপ কর্মব্যস্ত কৃষকদের। পয়লা মে, শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকরা কাজের বিরতি নিয়ে থাকেন এই দিনটি।  বিশেষভাবে পালন করেন। কিন্তু তাও কাজের বিরতি নেই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরের কৃষকদের।

  • Share this:

বসিরহাট: কাজ না করলে খাওয়া হবেনা, মে দিবসে আক্ষেপ কর্মব্যস্ত কৃষকদের। পয়লা মে, শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকরা কাজের বিরতি নিয়ে থাকেন এই দিনটি।  বিশেষভাবে পালন করেন। কিন্তু তাও কাজের বিরতি নেই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরের কৃষকদের।

মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আমরা ছুটির দিন হিসেবে নিই এবং আরাম করি। অথচ যাদের এই দিবসে ছুটি পাওয়ার কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি অর্জিত হয়েছে তাদের বেশিরভাগেরই এই দিনে কোনও ছুটি থাকে না।

আরও পড়ুন:  মাঠে কাজ করতে গিয়ে আর ফিরলেন না ব্যক্তি! কারণ জানলে চোখে জল আসবে

তারা জানেও না যে এই দিবসটির মালিক তারা ! ওরা কাজ করে পেটের টানে। মে দিবস আসে, মে দিবস যায়, কিন্তু হয়তো তাদের জীবনের কোনও পরিবর্তনই হয় না।

আরও পড়ুন: ঝড়ের মধ্যে বাড়ির বাইরে পা রেখেছিলেন, উদ্ধার হল মহিলার দেহ

গরমে সবাই নাজেহাল হচ্ছে। তার মধ্যেও প্রতিদিনের মতো আজও সকাল থেকেই কাজে ব্যস্ত মিনাখাঁর হোসেনপুরে কৃষকরা। তারা বলে, ”আজ শ্রমিক দিবস হলেও আমাদের কাজ করে যেতে হবে। কাজ না করলে খাওয়া হবেনা। শ্রম দিবস হলেও কি না হলেও কি আমাদের কাজ করে যেতেই হবে।"

Julfikar Mollya
Published by:Sayani Rana
First published:

Tags: North 24 Parganas, North 24 Parganas news