কাজ না করলে খাওয়া হবেনা, মে দিবসে আক্ষেপ কর্মব্যস্ত কৃষকদের। পয়লা মে, শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকরা কাজের বিরতি নিয়ে থাকেন এই দিনটি। বিশেষভাবে পালন করেন। কিন্তু তাও কাজের বিরতি নেই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরের কৃষকদের।
বসিরহাট: কাজ না করলে খাওয়া হবেনা, মে দিবসে আক্ষেপ কর্মব্যস্ত কৃষকদের। পয়লা মে, শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকরা কাজের বিরতি নিয়ে থাকেন এই দিনটি। বিশেষভাবে পালন করেন। কিন্তু তাও কাজের বিরতি নেই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরের কৃষকদের।
মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আমরা ছুটির দিন হিসেবে নিই এবং আরাম করি। অথচ যাদের এই দিবসে ছুটি পাওয়ার কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি অর্জিত হয়েছে তাদের বেশিরভাগেরই এই দিনে কোনও ছুটি থাকে না।
গরমে সবাই নাজেহাল হচ্ছে। তার মধ্যেও প্রতিদিনের মতো আজও সকাল থেকেই কাজে ব্যস্ত মিনাখাঁর হোসেনপুরে কৃষকরা। তারা বলে, ”আজ শ্রমিক দিবস হলেও আমাদের কাজ করে যেতে হবে। কাজ না করলে খাওয়া হবেনা। শ্রম দিবস হলেও কি না হলেও কি আমাদের কাজ করে যেতেই হবে।"