হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ঝড়-বৃষ্টিতে পড়ে যাচ্ছে আম, এই উপায়ে ক্ষতি আটকানোর চেষ্টা চাষীদের

North 24 Parganas News: ঝড়-বৃষ্টিতে পড়ে যাচ্ছে আম, এই উপায়ে ক্ষতি আটকানোর চেষ্টা চাষীদের

পেড়ে নেওয়া হচ্ছে কাঁচা আম

পেড়ে নেওয়া হচ্ছে কাঁচা আম

এ'বছর আমের ফলন ভাল হলেও, ঝড় বৃষ্টির দাপটে কাঁচা অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে আম। যতটুকু আম আছে, সেই আম বাচিয়ে রাখাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে জেলার চাষীদের

  • Share this:

উত্তর ২৪ পরগনা:

প্রায় প্রতিদিন বিকেলেই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ার দাপটে কাঁচা অবস্থাতেই পড়ে যাচ্ছে গাছে থাকা পাকা আম। ফলে, চিন্তায় চাষী থেকে ব্যবসায়ীরা। বিশেষ করে যাঁরা আম বাগান নিয়েছেন, গাছের আম বাজারে পাইকারি হিসাবে বিক্রির পরিকল্পনা নিয়ে। এ’বছর আমের ফলন ভাল হলেও, ঝড় বৃষ্টির দাপটে কাঁচা অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে আম। যতটুকু আম আছে, সেই আম বাচিয়ে রাখাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে জেলার চাষীদের।

বারাসত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া অঞ্চলের একাধিক জায়গায় আমবাগান রয়েছে। সেই আম যেমন কলকাতার বাজারে যায়, পাশাপাশি ভিন রাজ্যেও পাড়িদেয়। লোকসান আতঙ্কে, এখন কাঁচা আম-ই পেড়ে ফেলছেন এলাকার আম চাষী থেকে বাগান মালিকরা। এই পরিস্থিতিতে অগত্যা অপরিণত পেরে ফেলা কাঁচা আম কারবাইড দিয়ে পাকানোর চেষ্টা করা হবে বলেও জানান চাষিরা, বেশ কিছু আম নষ্ট হবে তা জেনেও গাছে আম রাখতে রাজি নন কোন ব্যবসায়ীও। সকালের দিকে রোদ থাকলেও বিকেলের দিকে হঠাৎই আকাশের মুখ ভার হয়ে উঠছে। বইছে ঝোড়ো হাওয়া এমন কি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ঘটনাও ঘটছে। ফলে ক্ষতি সামাল দিতে এখন বহু চাষী গাছের কাঁচা অবস্থাতেই আম পেড়ে নিচ্ছেন, এমন ছবিই দেখা গেল এই এলাকায়। ব্যবসায়ীদের দাবি ঝড়ে আম পরে গিয়ে নষ্ট হওয়ার থেকে, লোকসানের ঘাটতি কিছুটা পূরণ হবে। মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা চালাচ্ছেন বহু ব্যবসায়ী। তাই এখন কাঁচা আম পেড়ে লোকসান ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আম ব্যবসায়ীরা।

Rudra Narayan Roy

Published by:Rukmini Mazumder
First published: