হোম /খবর /দক্ষিণবঙ্গ /
হাইব্রিড সর্ষে চাষ করে লাভের মুখ দেখছেন বসিরহাটের চাষীরা

North 24 Parganas News: হাইব্রিড সর্ষে চাষ করে লাভের মুখ দেখছেন বসিরহাটের চাষীরা

X
আতমা [object Object]

হাইব্রিড সরিষা চাষে ফলন ও লাভ বেশি হওয়ায় দিনদিন জেলার কৃষকরা আগ্রহী হচ্ছেন এ সরিষা চাষে। এ জাতের সরিষার গাছ সাধারণত ৫ থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ফলন হয় দেশি সরিষার চেয়ে অনেক বেশি।  

  • Share this:

বসিরহাট: হাইব্রিড সর্ষে চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন বসিরহাটের কৃষকরা। দেশি জাতের সর্ষে চাষে ফলন কম হওয়ায় সমস্যায় পড়েছিলেন চাষীরা। চিরাচরিত চাষ ছেড়ে এবার আতমা প্রকল্পের মাধ্যমে হাইব্রিড সর্ষে  চাষ করে লাভ করছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের কৃষকরা। হাইব্রিড সর্ষে চাষে চাষীদের বীজ থেকে চাষের পদ্ধতি শেখাচ্ছে বসিরহাট ব্লক কৃষি দফতর। হাইব্রিড সর্ষে চাষে ফলন ও লাভ বেশি হওয়ায় দিনদিন জেলার কৃষকরা আগ্রহী হচ্ছেন এই চাষ পদ্ধতিতে। এই জাতের সর্ষের গাছ সাধারণত ৫ থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ফলন হয় দেশি সর্ষের চেয়ে অনেক বেশি।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের জগতপুরের এক কৃষক জানান,  দুই বিঘা জমিতে উন্নত জাতের হাইব্রিড সর্ষে চাষ করে ভাল ফলন পেয়েছেন।  দামও ভাল পাবেন বলে আশাবাদী কৃষকরা। বসিরহাট ২ নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা রাজু মণ্ডল বলেন, আতমা প্রকল্পের মাধ্যমে বসিরহাট দু নম্বর ব্লকের চাষীদের বিভিন্নভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষের প্রশিক্ষণ দিয়ে নতুন পদ্ধতিতে চাষে সাহায্য করা হচ্ছে। দেশি সর্ষেয় সাধারণত ১০ কেজি সর্ষে ভাঙালে সাড়ে তিন থেকে চার কেজি তেল পাওয়া যায়। কিন্তু ১০ কেজি হাইব্রিড সর্ষে ভাঙালে পাঁচ থেকে ছয় কেজি তেল পাওয়া যায়।

জুলফিকার মোল্যা

Published by:Rukmini Mazumder
First published:

Tags: South 24 Pargana news