হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক! সচেতনতার পাঠ বসিরহাটে 

North 24 Parganas News || Earthquake Awareness: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক! সচেতনতার পাঠ বসিরহাটে 

X
ভূমিকম্প [object Object]

ভূমিকম্প হলে প্রাথমিক পর্যায়ে কী কী করতে হবে তা হাতে-কলমে শেখানো হলো ছাত্র-ছাত্রীদের। ১৫ জনের একটি বিশেষজ্ঞ দল এই কর্মশালায় কয়েকশো ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দিলেন।

  • Share this:

বসিরহাট: ভূমিকম্প নিয়ে সচেতনতার পাঠ দিতে ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ সীমান্ত শহর বসিরহাটে।সম্প্রীতিকালে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প গোটা বিশ্বকে এক বড় বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তার জ্বলন্ত উদাহরণ সিরিয়া ও তুরস্ক। ভূমিকম্পে ধ্বংসলীলা দেখল গোটা পৃথিবী। বিশেষজ্ঞদের মতে ভারতবর্ষেও বড়সড় ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা।

ভূমিকম্পের নিয়ে সচেতনতার পাঠ দিতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্যার রাজেন্দ্র প্রসাদ হাইস্কুল। স্কুলের এনএসএস-এর কয়েকশো পড়ুয়াকে নিয়ে প্রশিক্ষিত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে কর্মশালার আয়োজন করা হয়েছিল স্কুল প্রাঙ্গনে।  ভূমিকম্প হলে প্রাথমিক পর্যায়ে কী কী করতে হবে তা হাতে-কলমে শেখানো হলো ছাত্র-ছাত্রীদের। ১৫ জনের একটি বিশেষজ্ঞ দল এই কর্মশালায় কয়েকশো ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দিলেন। ভূমিকম্প হলে তৎক্ষণাৎ কী কী ব্যবস্থা নেয়া উচিত সেটা যেমন স্কুলের ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে দেখালেন অন্যদিকে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন তাঁরা।

আরও পড়ুন- খাতা-পেন দিতেই কামাল, হাসনাবাদ থেকে বাড়ি ফিরল ঝাড়খণ্ডের তরুণী আরও পড়ুন- বসিরহাটে ঘরে ঘরে শিশুদের জ্বর-সর্দি, শ্বাসকষ্ট

সম্প্রীতিককালে ভূমিকম্প যে বড় প্রাকৃতিক বিপর্যয় তা বলাবাহুল্য। এখন থেকে এই সচেতনতামূলক প্রশিক্ষণ দরকার, না হলে আসন্ন বিপদের মোকাবিলা করা কঠিন হবে। পাশাপাশি কর্মশালা থেকে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয় এদিন।

জুলফিকার মোল্যা

Published by:Sayani Rana
First published:

Tags: North 24 Parganas, North 24 Parganas news