উত্তর ২৪ পরগনা: প্রাচীন কাল থেকে চলে আসা পানিহাটি দন্ড মহোৎসব অনুষ্ঠিত হবে কয়েকদিন পরই। গত বছর এই উৎসব ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তাই এবছর ৫০৭ বছরে পরা পানিহাটি দণ্ডমহোৎসব উৎসব নিয়ে আগেভাগেই বাড়তি সুরক্ষার বন্দোবস্ত করতে চাইছে প্রশাসন। পানিহাটি পৌরসভায় উৎসবের খুঁটিনাটি বিষয় নিয়ে করা হল বৈঠক।
উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায় সহ প্রশাসনিক কর্তারা। তবে দন্ড মহোৎসবের নিরাপত্তা নিয়ে বৈঠকে ঘটলো বেনজীর ঘটনা বলেই পৌরসভার সূত্রে জানা যায়।
বৈঠকে দই চিড়ে উৎসবের আয়োজন কিভাবে হবে তা নিয়ে পাওয়ার প্রেজেন্টেশন দিচ্ছিলেন খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার। এবং তিনি উৎসবের দিন আগত ভক্তদের ভিড় সামাল দিতে লঞ্চ পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেন। সূত্রের খবর, এই প্রস্তাব দেওয়ার পরই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আইসিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, গত বার ভিতরে লোক মরেছিল।
আরও পড়ুন: Kolkata Rain Alert: আগামী ৩ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা IMD-র
এবার বাইরেও মরবে। শুধু তাই নয়, এই আইসি থাকলে সমস্যা আরও বাড়বে বলেও মন্তব্য করেন বিধায়ক। তখন ওই মিটিংয়ে উপস্থিত পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া আইসি’র হয়ে হাল ধরেন। বিধায়ককে কমিশনার বলেন, আপনি এভাবে বলতে পারেন না। সরকারের পুলিশকে নিয়ে এধরণের কথা শোভা পায়না। পুলিশের সঙ্গেবিধায়কের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় বলেও জানা যায় পৌরসভা সূত্রে।
আরও পড়ুন: Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ডে বড় পদক্ষেপ সিপিআইএম-এর! নন্দীগ্রামে যা করল লাল ব্রিগেড…
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তর্ক মেটাতে জেলাশাসককে হস্তক্ষেপ করতে হয়। বৈঠকে এভাবে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে আর কোন সিদ্ধান্তেই পৌঁছানো যায়নি বলেও জানা যায়। সিদ্ধান্ত ছাড়াই এদিন বৈঠক ছেড়ে পুলিশ কমিশনারকে নিয়ে বেরিয়ে যান জেলাশাসক। জেলা শাসক শরৎ দিবেদি কে নিয়ে এদিন লঞ্চে করে গঙ্গা পরিদর্শনের কথা ছিল, কিন্তু সেই পরিদর্শন না করেও চলে যান প্রশাসনিক কর্তারা। জানা গিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আবার বৈঠক অনুষ্ঠিত হতে পারে কয়েকদিনের মধ্যেই।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Parganas news, Viral News