বসিরহাটঃ সুন্দরবনের হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীতে সেতু নির্মাণের রূপরেখা, খুশি সুন্দরবন এলাকার সাধারণ মানুষ। সেতু হল মানুষের মেলবন্ধন ও যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। আর সেতুর মধ্যমে দৃঢ় হয় যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও।
সুন্দরবন অঞ্চলের এপারে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ওপারে একই জেলার বিশপুর, বাইলানি, হাটগাছা, ভান্ডারখালি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর মানুষের বসবাস। দুই কিনারার মাঝখান দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী। এই সমস্ত মানুষের পারাপারের বর্তমান মাধ্যম হল নৌকা। ঝড় বৃষ্টিতে বেশিরভাগ সময় নৌকা বন্ধ হয়ে যায়, এর ফলে তাদের ভোগান্তির মধ্যেও পড়তে হয়।
আরও পড়ুন: ৮ কোটি টাকার সোনা! ইন্দো-মায়ানমার সীমান্তে যা হল ভাবতেও পারবেন না!
তবে অবসান হতে চলেছে এই ভোগান্তি। এবার এলাকার মানুষ পাবে নতুন ব্রিজ। যার রূপরেখা ও তৈরি করে ফেলেছেন আধিকারিকরা। এদিন একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়াররা মামুদপুর খেয়াঘাট ও ওপারে বিশপুর খেয়াঘাট সংলগ্ন আশপাশে তদারকি করেন ও খতিয়ে দেখেন। তারপরে পরবর্তী কিভাবে ব্রিজ নির্মাণের কাজের রূপরেখা সম্পন্ন হবে তার রুট ম্যাপ তৈরি করেন। আর এর ফলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে সুন্দরবন এলাকায়।
জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basirhat, North 24 Parganas news, Sundarban