হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
তিতুমীরের বাঁশের কেল্লার বেহাল দশা, স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও হল না সংস্কার

North 24 Parganas News: তিতুমীরের বাঁশের কেল্লার বেহাল দশা, স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও হল না সংস্কার

X
তিতুমীরের [object Object]

ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের বাদুড়িয়ার নারিকেলবেড়িয়ার বাঁশের কেল্লার বেহাল দশা।

  • Local18
  • Last Updated :
  • Share this:

বসিরহাট:  ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের বাদুড়িয়ার নারিকেলবেড়িয়ার বাঁশের কেল্লার বেহাল দশা। বহুদিন ধরেই বাঁশের কেল্লা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও এখনও বেহাল দশায় উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের নারিকেলবেড়িয়ায় তিতুমীরের বাঁশের কেল্লার।

সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীতা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থাভাবে তিনি আপাতত কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এ কেল্লাই নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে পরিচিত। স্বাধীনতার ৭৫ বছর পরে এমনই দৃশ্য দেখতে হবে তা কেউ মনে হয় কল্পনা করতে পারেননি। যাদের জন্য স্বাধীনতা পেয়েছি তারাই আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত।

আরও পড়ুন: ঘরের দরজা খুলে দেখতেই মর্মান্তিক ও ভয়ঙ্কর দৃশ্য, হতভম্ব এলাকাবাসী

১৭৮২ সালের ২৭ শে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী তিতুমীর জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনেই ক্ষোভ উগরে দিলেন শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক। তৎকালীন ব্রিটিশ শাসনকালে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী সৈয়দ মির নিশার আলী ওরফে তিতুমীর।এলাকাবাসীর দাবি ইংরেজদের বিরুদ্ধে আপসহীন লড়াই সংগ্রাম করেছিলেন তিতুমীর, সেই তিতুমীরের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র নারকেলবেড়িয়ার বাঁশের কেল্লার বেহাল দশা।

আরও পড়ুন: সবার টাকা নিয়েছে গোপাল! বিরাট দুর্নীতিতে এবার পূর্ব মেদিনীপুরের নেতাকে নিয়ে শোরগোল

নারকেলবেরিয়া তিতুমীরের বাঁশের কেল্লায় রয়েছে সৈয়দ মীর নিশার আলী ওরফে তিতুমীরের যুদ্ধের সরঞ্জাম ছুরি, বল্লভ, তীর ,ধনুক, নাঙ্গল,বেল , গুলি লাঠি ইত্যাদি।  তিতুমীর নিদর্শনগুলির সংস্কারের আবেদনের পাশাপাশি তিতুমীরের জন্ম ভিটে ও যুদ্ধের স্থান হেরিটেজ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

জুলফিকার মোল্লা

Published by:Anulekha Kar
First published:

Tags: Basirhat