বিদেশী নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১০
North 24 Pargana News: বিদেশী নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১০
অভিযুক্তরা
নিউটাউনে একটি সংস্থা চালু করে বিদেশি নাগরিকদের প্রতারণা করত একটি চক্র। মূলত সুইজারল্যান্ড, নরওয়ে, আইয়ারল্যান্ড, জার্মানির নাগরিকদের ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল মারফত কল করত
নিউটাউন: নিউটাউনের এস্ট্ররা টাওয়ারে 'ইনভিয়াস ওয়েব সলিউশন প্রাইভেট লিমিটেড' নামের একটি সংস্থা চালু করে বিদেশি নাগরিকদের প্রতারণা করত একটি চক্র। মূলত সুইৎজারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, জার্মানির বিদেশি নাগরিকদের ভয়েজ ওভার ইন্টারনেট প্রোটোকল মারফত কল করত এই চক্র। তাঁদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিতেন। কম্পিউটারে অ্যান্টিভাইরাস এবং কুইক সাপোর্ট ইনস্টল করার জন্য তাঁদের রাজি করাতেন। এরপরই তাঁদের থেকে বিদেশী মুদ্রায় টাকা হাতিয়ে নিত এই চক্র।
মঙ্গলবা সূত্র মারফত খবর পেয়ে নিউটনের এই ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সৌমজিৎ বেতাল, আদিত্য শর্মা, অর্পিত রায়, নিখিল চৌহান, শুভম দাস, রঞ্জিত মণ্ডল, সৌভিক চক্রবর্তী, আমন মিশ্র, মোহাম্মদ রাজা এবং সোমনাথ সিং। তাদের কাছ থেকে ১৯টি কম্পিউটার, তিনটি হার্ডডিস্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হলে পুলিশ তাদের নিজেদের হেফাজতের নেবার আবেদন জানিয়েছে বলে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে? তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।