হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
এলাকায় বাড়ছিল চোরের উপদ্রব, হাতেনাতে পেতেই পড়ল গণধোলাই

 North 24 Pargana News: এলাকায় বাড়ছিল চুরি, হাতে নাতে ধরা পড়তেই গনধোলাই! শেষের ঘটনা জানলে চমকে উঠবেন

এলাকায় বাড়ছিল চুরি, হাতে নাতে ধরা পড়তেই গনধোলাই! শেষের ঘটনা জানলে চমকে উঠবেন

এলাকায় বাড়ছিল চুরি, হাতে নাতে ধরা পড়তেই গনধোলাই! শেষের ঘটনা জানলে চমকে উঠবেন

রাত বাড়লেই চোরেদের উপদ্রব দেগঙ্গার পণ্ডিতপোল এলাকায় প্রতিনিয়ত চুরি হচ্ছে বাড়ির বাসনপত্র থেকে কৃষি জমিতে জল দেওয়া মোটর পাম্প ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

দেগঙ্গা: দেগঙ্গার পন্ডিতপোল এলাকায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত গ্ৰামবাসী।ধৃত যুবককে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গার এইএলাকায় রাত বাড়লেই চোরেদের উপদ্রব চুরি হয়ে যাচ্ছে বাড়ির থালা-বাসন সাইকেল এমনকী বাদ যাচ্ছে না কৃষি কাজে ব্যবহৃত শ্যালো মেশিনের মোটর। দীর্ঘ একমাস ধরে একাধিক চুরি হয়ে যাচ্ছে, থানায় অভিযোগ হচ্ছে কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনই অভিযোগ।

দেগঙ্গা পন্ডিত পোলের  চাষিরা তাই খানিকটা বাধ্য হয়ে রাতে পাহারা দিচ্ছে। চাষের জমিতে রাত বাড়লেই অচেনা যুবকদের গতিবিধি বাড়ছে এলাকায়। এদিন রাতে দেগঙ্গার পন্ডিতপোল এলাকা থেকে একটি মোটর পাম্প চুরি হয়। হাতে নাতে ঐ যুবককে ধরে জিজ্ঞাস করতেই সে চুরির কথা স্বীকার করে।

আরও পড়ুন: গরমে অবস্থা খারাপ! তবুও থামার নাম নেই! রাস্তা চওড়া করার নামে চলছে গাছ কাটা! জানুন

তারপরে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওই যুবককে বেধড়ক মারধর করে । গণধোলাইয়ের খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের কাছে ওই যুবক একাধিক চুরির কথা স্বীকার করেন।

জিয়াউল আলম

Published by:Ankita Tripathi
First published:

Tags: North 24 Pargana news, Thief