নিউটাউন: নিউটাউন থেকে তামিলনাড়ু পুলিশের হাতে গ্রেফতার এক প্রতারক। ধৃতের নাম স্নেহাশিস মুখোপাধ্যায়। নিউটাউনের সি ই ব্লকে গা-ঢাকা দিয়েছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় তামিলনাড়ু এবং নিউটাউন থানার পুলিশ৷ গ্রেফতার হয় অভিযুক্ত। এদিন অভিযুক্তকে বারাসত আদালতে তুলে ট্রানজিস্ট রিমান্ডে তামিলনাড়ু নিয়ে যাওয়া হয়।
২০২২ সালের জানুয়ারি মাসে এক ব্যবসায়ী তামিলনাড়ু পুলিশের কাছে অভিযোগ জানায়, এই স্নেহাশিস মুখোপাধ্যায় এবং সঙ্গে আরও তিনজন ওই ব্যবসায়ীকে কোভিডের সামগ্রী সাপ্লাই করার রফার বদলে ৪ কোটি টাকা নেয়। অভিযোগ, ১০ শতাংশ সামগ্রী সাপ্লাই করলেও বাকি সামগ্রী আর সাপ্লাই করেনি স্নেহাশিস ও ওই তিনজন। এ বিষয়ে বহুবার যোগাযোগ করা সত্ত্বেও অভিযুক্তদের তরফ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ।
আরও পড়ুন: অভিনব কায়দায় শিশু চুরি! জয়নগরের ঘটনায় অকুল পাথারে বাচ্চাটির বাবা-মা
শুধু তাই নয়, পরবর্তীকালে তারা যোগাযোগ বন্ধ করে দেয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন, সেটা বুঝতে পেরেই ওই ব্যবসায়ী তামিলনাড়ুর পুলিশের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে তামিলনাড়ু পুলিশ৷ জানতে পারে, নিউটাউনে গা ঢাকা দিয়ে রয়েছে মূল অভিযুক্ত স্নেহাশিস।
এরপরেই তামিলনাড়ু পুলিশের একটি টিম নিউটাউন থানার পুলিশকে সঙ্গে নিয়ে নিউটাউনের সি ই ব্লকের একটি ফ্ল্যাটে হানা দেয়৷ গ্রেফতার হয় অভিযুক্ত। অভিযুক্তকে বারাসত আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে তামিলনাড়ু নিয়ে যাওয়া হবে।
অনুপ চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।