হোম /খবর /দক্ষিণবঙ্গ /
কলাগাছের নীচেই আছে স্ত্রী, পুলিশকে জানাল অভিযুক্ত স্বামী, উদ্ধার পচাগলা দেহ

North 24 Parganas News: কলাগাছের নীচেই আছে স্ত্রী, পুলিশকে জানাল অভিযুক্ত স্বামী, উদ্ধার পচাগলা দেহ

X
দেহ [object Object]

North 24 Parganas News: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় অশোকনগর থানার পুলিশ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বিদ্যাধরী খালের পাশে ছোট কলা গাছের তলায় মাটির নীচেই রয়েছে গৃহবধূর মৃতদেহ, পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেন স্বামী। অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে এসে চিহ্নিতকরণের কাজ করে অবশেষে মাটির খুঁড়ে তোলা হলো পচাগলা মৃতদেহ। এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় অশোকনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ভাতশালা এলাকার বছর ৪০-এর মঞ্জিরা বিবির সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্বামীর  অশান্তি ঝামেলা চলছিল। তা নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়। এরপর মঞ্জিরা বিবি ও তার ছেলে অন্যত্র থাকতে শুরু করেন। প্রায় পাঁচ বছর ধরে আলাদাই থাকছিলেন তাঁরা বলেই জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে থানা থেকে অভিযোগ তোলার জন্য স্ত্রী মঞ্জিরা বিবির ওপর চাপ দিচ্ছিলেন স্বামী জিয়াবুল হক। চলতি মাসের ২২ তারিখ মঞ্জিরা বিবিকে ফোন করে ডেকে নিয়ে আসে সব ঠিকঠাক করে আগের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা বলে। এরপরই গৃহবধূর পরিবারের তরফ থেকে নিরুদ্দেশের অভিযোগ দায়ের করা হয় অশোকনগর থানায়।

আরও পড়ুন :  রোগিণীর পেট থেকে বার হল জেলি! নীলরতন সরকার হাসপাতালে সফল জটিল ও বিরল অস্ত্রোপচার

অভিযোগ করা হয় স্বামী জিয়াবুল ও তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জিয়াবুল ও তার এক বন্ধু ও মাকে গ্রেফতার করে। পুলিশি তদন্তে জানা যায় মঞ্জিরা বিবিকে খুন করে বিদ্যাধরী খালের পাশে এক নির্জন জায়গায় মাটি চাপা দিয়ে রেখেছে।

আরও পড়ুন : চৈত্র আকাশে চাঁদ-শুক্রের মহাজাগতিক যুগলবন্দি, জানুন এর কারণ, দেখুন অপূর্ব ছবি

বিদ্যাধরী খাল সংস্কার হওয়ায় ওই এলাকায় মাটি তোলার কাজ চলছে, এর পরই অভিযুক্তকে নিয়ে অশোকনগর থানার পুলিশ পৌঁছয়ে ঘটনাস্থলে। অভিযুক্ত জিয়াবুল জানায় ছোট কলাগাছের নীচেই পোঁতা রয়েছে স্ত্রীর দেহ। এরপরই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধারের কাজ শুরু করে। ঘটনার কথা জানাজানি হতেই আশপাশের বহু মানুষ ভিড় জমান ওই এলাকায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী-সহ  র‌্যাফ মোতায়ন করা হয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ওই নির্দিষ্ট জায়গা থেকে উদ্ধার হয় গৃহবধূর পচাগলা মৃতদেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থলে এদিন কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, নিহত মহিলার ছেলেকে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ছেলে-সহ প্রতিবেশীরা সকলেই।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Crime, Murder