উত্তর ২৪ পরগনা: বেআইনি রপ্তানির ট্রাক আটকানোয় পৌরসভার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে বনগাঁয় গ্রেফতার দুই যুবক। উত্তর ২৪ পরগনা বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশগামী রপ্তানির গাড়ি পরিচালনার দায়িত্বভার সাম্প্রতিক গ্রহণ করেছে পরিবহন দপ্তর । পরিবহন দপ্তর এর পাশাপাশি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁর বিভিন্ন প্রান্তের চেকপোষ্টে প্রায় ৮০ জন কর্মী কর্মরত রয়েছেন। রাতে যশোর রোডের উপরে বিএসএফ ক্যাম্প মোড়ে আগাম খবর পেয়ে বেআইনিভাবে বাংলাদেশ গামী ট্রাক আটকায় পৌরসভার কর্মী অভিষেক মোদক।
আরও পড়ুনঃ
North 24 Parganas News: আদালতে দোষী সাব্যস্ত হয়েও, মিললো না সাজা; কী বললেন কুণাল ঘোষ?
অভিষেককে পার্শ্ববর্তী নেতাজি মার্কেট এলাকায় তুলে নিয়ে গিয়ে মারধর করে ছয় জন যুবক বলে অভিযোগ উঠে। আহত অবস্থায় পৌরসভার কর্মীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর, অভিযুক্তদের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পৌর কর্মী। লিখিত অভিযোগ পেয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আগাম খবর পেয়ে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিএসএফ ক্যাম্প মোড়ে গাড়ীর সঠিক কাগজ পরীক্ষা করবার সময় কাগজপত্র না মেলায় গাড়ি আটকে রাখার কারণে পৌরসভার কর্মীকে মারধর করা হয়েছে।
আরও পড়ুনঃ
North 24 Parganas: মুখে হাসি পাখা শিল্পের সাথে যুক্ত কারিগরদের
এই বিষয়ে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছি। যে সমস্ত বেআইনি ব্যবসাদাররা এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে, যাতে কেউ সরকার ও পরিবহন দপ্তরকে কালিমালিপ্ত না করতে পারে। এই বিষয়ে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, কিছু দালাল অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে গাড়ি বাংলাদেশে পাঠাচ্ছে। পৌরসভা কে সাধুবাদ জানাই বেআইনিভাবে গাড়ি পাঠানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যারা বেআইনিভাবে গাড়ি পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদনও জানাচ্ছি ।
Rudra Narayan Royনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bongaon, North 24 Parganas