হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
মর্মান্তিক! বাইক কেনার টাকা দেয় নি মা, তারপর যা করল ছেলে...শুনলে শিউরে উঠবেন

North 24 Parganas News: মর্মান্তিক! বাইক কেনার টাকা দেয় নি মা, তারপর যা করল ছেলে...শুনলে শিউরে উঠবেন

থমথমে গোটা এলাকা 

থমথমে গোটা এলাকা 

North 24 Parganas News: স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে প্রসেনজিৎ সরকার তার মা মালবিকা সরকারকে পিটিয়ে খুন করে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়।

  • Share this:

বসিরহাটঃ মোটর বাইকের টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন মা! বসিরহাট থানার গাছা-আখারপুর গ্রাম পঞ্চায়েতের পাইকারডাঙ্গা গ্রামের বাসিন্দা মালবিকা সরকার (৪৫) পেশায় কৃষক। কোনও রকমে সংসার চলে লোকের জমিতে কাজ করে। একমাত্র ছেলে প্রসেনজিৎ সরকার ও ছেলের বউয়ের সঙ্গে প্রায়ই সংসারিক অশান্তি ও গন্ডগোল লেগেই থাকত।

চাহিদা মতো টাকা চাইত ছেলে প্রসেনজিৎ সরকার। সেই টাকা দিতে না পারায় মাঝেমধ্যে মায়ের উপর চলত অত্যাচার। কয়েকদিন আগে মালবিকা সরকার তিনটি গরু বিক্রি করেন। সেই টাকা নিজের কাছে রেখে দেন তিনি। এরপর ছেলে প্রসেনজিৎ সরকার গরু বিক্রি করার টাকা দিয়ে মোটরবাইক কিনবে বলে মায়ের কাছে টাকা চায়। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় গতকাল অশান্তি চরমে উঠে যায়।

আরও পড়ুন-শোবার ঘরে ১০ ফিট গভীর গর্ত! বাবার সঙ্গে ছেলে-মেয়ে যা করল, বিশ্বাস হবে না

আরও পড়ুন-সাবধান, হাতে রাখুন ছাতা! মোকা আসতেই বাংলার আবহাওয়ার বিরাট বদল

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে প্রসেনজিৎ সরকার তার মা মালবিকা সরকারকে পিটিয়ে খুন করে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। অন্যদিকে প্রসেনজিৎ সরকারকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুধুই কি মোটর বাইকের টাকা না দেওয়ার জন্য ছেলের হাতে খুন হতে হল মাকে? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? পুরো বিষয়টিই খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।

জুলফিকার মোল্যা

Published by:Riya Das
First published:

Tags: Basirhat, Crime