Mocha cyclone||North 24 Parganas News: পাকা ধানে মই হতে পারে মোকা! ভয় পেয়ে বসিরহাটের চাষিরা যা করছেন অবাক করা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বসিরহাটের সুন্দরবনের ব্লক হাসনাবাদ, হড়োয়া, মিনাখাঁ ও সন্দেশখালি এই ব্লক গুলোতে বরাবরই বিপর্যয়ের আঘাত হেনেছে প্রান্তিক মানুষরা।
বসিরহাট:মোকার প্রভাবে পাকা ধানে মই পড়ার আশঙ্কা, সকাল সকাল মাঠ থেকে ধান তুলতে ব্যস্ত সুন্দরবনের কৃষকরা। বসিরহাটের সুন্দরবনের ব্লক হাসনাবাদ, হড়োয়া, মিনাখাঁ ও সন্দেশখালি এই ব্লক গুলোতে বরাবরই বিপর্যয়ের আঘাত হেনেছে প্রান্তিক মানুষরা। এখানকার বাসিন্দারা ২০০৯ সালে আয়লা দেখেছে, ২০২০ সালে মে মাসে আম্ফান ও ২০২১ এ ইয়াশের মতো বিপর্যয় দেখেছে। ঝড় গুলি বারবার আঘাত হেনেছে মানুষের জনজীবনে।
ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষ থেকে জমির ফসল। বছর ঘুরতে না ঘুরতেই সেই মে মাসেই আবার আবহাওয়া দফতর মোকা ঘূর্ণিঝড় নিয়ে বিপর্যয়ের সতর্কতার নির্দেশিকা জারি করেছে। আর তাই আগেভাগেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমন ধান তুলতে সকাল সকাল ব্যস্ত হয়ে পড়েছে মাঠের কৃষকরা।
advertisement
পাকা ধানে যাতে মই না পড়ে তার জন্য ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। আর তার মধ্যেই যেসব সব্জি ও ফসল মাঠে রয়েছে যেমন পটল, উচ্ছে, ঝিঙে ও বরবটি সেগুলো তুলতে দেখা গেল চাষীরদের। ফসলের পূর্ণতা লাভ করার আগেই ফসল কেটে ঘরে তুলছেন তারা। তার ফলে বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 7:39 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Mocha cyclone||North 24 Parganas News: পাকা ধানে মই হতে পারে মোকা! ভয় পেয়ে বসিরহাটের চাষিরা যা করছেন অবাক করা
