হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ল্যাম্প পোস্টের ধারে সাদা চাদর মোড়া ওটা কে! শ্মশানের পাশে আতঙ্ক, দেখুন আসল ঘটনা

North 24 Parganas News: ল্যাম্প পোস্টের ধারে সাদা চাদর মোড়া ওটা কে! শ্মশানের চারপাশে আতঙ্ক, দেখুন আসল ঘটনা

সাদা চাদর মুড়ে কে দাঁড়িয়ে

সাদা চাদর মুড়ে কে দাঁড়িয়ে

এলাকায় অশরীরীর উপস্থিতি, ফ্রেমবন্দি বাচ্চা ভূত, গোটা ঘটনা জানলে চমকে উঠবেন

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

উত্তর ২৪ পরগনা: এলাকায় দেখা মিলছে ভূতের, ঘটনার কথা চাউর হতেই আতঙ্ক গ্রাস করেছিল এলাকায়। বাড়ি থেকে বন্ধ হয়েছিল বার হওয়া। শ্মশান এলাকায় ভূতের আতঙ্কে সন্ধ্যে নামলেই যেন ঘিরে ধরত গভীর রাতের অন্ধকার। অবশেষে হাতেনাতে ধরা পরল ভূত। সিভিক ভলেন্টিয়ারের হাতে আটক হল বাচ্চা ভূত।

ভৌতিক নানা ঘটনা ঘটছিল বেশ কয়েক দিন ধরেই। এলাকায় সন্ধ্যে নামলেই দেখা মিলছিল ভূতের। অনেকেই তা দেখতে পাচ্ছিলেন। সাদা কাপড় পরা কেউ একজন নিশুতি রাতে বার হচ্ছে আবার চোখের নিমেষেই বিলীন হয়ে যাচ্ছে অন্ধকারে। এই দৃশ্য দেখেই এলাকার অনেকেরই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। চোখের সামনে এমন দৃশ্য দেখলে, ক'জনই বা সাহস দেখাতে পারেন! ফলে অনেকেই পেয়েছেন ভয়। ভূত দেখেছেন এই কথা বললেও, অনেকেই তা বিশ্বাস করতে চাইছিলেন না। ভূত বলে আবার কিছু হয় নাকি! বেশ কয়েকজনের আবার মনে হয়েছে, শ্মশান এলাকায় অশরীরী আত্মার আনাগোনা হতেই পারে, অস্বাভাবিক কিছু তো নয়!

তবে বেশ কয়েকজন যখন এই ভূতের দর্শন পেয়েছেন, তাহলে এলাকায় যে কিছু একটা ঘোরাঘুরি করছে তার আভাস মিলেছিল। অবশেষে প্রকাশ্যে এলো বিষয়টি। জানা গিয়েছে, গোবরডাঙা শ্মশান লাগোয়া এলাকায় গভীর রাতে রাস্তায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারের নজরে আসে বিষয়টি। রাস্তার পাশের ইলেকট্রিক পোস্টের গা-ঘেঁষে সাদা কাপড়ের কিছু একটা রয়েছে। বিষয়টি দেখে, সাহস দেখিয়ে কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ে লাল কালো রং-এর চোখ মুখ শরীরের অদ্ভুত চেহারার অস্পষ্ট একজনকে। প্রাণের ভয় না করেই, এগিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়ার।

আরও পড়ুন- এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা ! অল্পের জন্য রক্ষা পেল শতাধিক ‌যাত্রী

আরও পড়ুন- রাশিফল ৪ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন

সামনে যেতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় হালকা পাতলা চেহারার এক নাবালক রং মেখে অদ্ভুত চেহারার ভূত সেজে সাদা ধুতি, শাড়ির মতো করে পরে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টি ততক্ষণে বোঝা হয়ে গিয়েছিল সিভিক ভলেন্টিয়ারের, এলাকাবাসী যে ভূতের আতঙ্কে ঘরবন্দী, তাহলে এই সেই ভূত! তাও আবার বাচ্চা ভূত। ততক্ষণে এলাকায় জড়ো হয়ে গিয়েছে বহু মানুষ। ধরা পড়েছে ভূত।

চেপে ধরতেই বাচ্চা ভূত জানায়, সে ইউটিউবে নানা ধরনের ভিডিও করে। ভূত সেজে ভয় দেখিয়ে একটি ভিডিও শুট করার উদ্দেশ্য ছিল। তাহলে ক্যামেরা কোথায়? সবাই প্রশ্ন করলে নাবালক জানায়, ভয়ে পালিয়ে গিয়েছে সঙ্গীরা। ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে আসে পুলিশও। পুলিশ-সহ স্থানীয় এলাকাবাসীরা এরপর ওই নাবালককে নানাভাবে বোঝায় এভাবে ভয় দেখানো উচিত নয়।

যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। যদিও আইনি কোনও ব্যবস্থা না নিয়ে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয় ওই নাবালককে। বিষয়টি নিয়ে বিজ্ঞান মঞ্চের সদস্যরাও জানান, ভূত  বলে কিছু হয় না। নানাভাবে মানুষ কুসংস্কার আচ্ছন্ন হয়ে এসব ভাবে। আদতে ভূত শুধুই রয়েছে সাহিত্য ও গল্প কথায়।

Rudra Narayan Roy

Published by:Uddalak B
First published:

Tags: North 24 Parganas