হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
স্কুলে পড়ুয়াদের সামনে এ কী কাণ্ড অশিক্ষক কর্মীদের! দেখে লজ্জায় মুখ ঢাকলেন সকলে

North 24 Parganas News: স্কুল চত্বরে ছাত্র-ছাত্রীদের সামনে একি কাণ্ড অশিক্ষক কর্মীদের! দেখে লজ্জায় মুখ ঢাকলেন সকলে

স্কুলে এ কী কাণ্ড

স্কুলে এ কী কাণ্ড

স্কুল বয়কট করে ছাত্র-ছাত্রী ও অভিভাবককা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখান, ঘটনাস্থলে আসে পুলিশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বসিরহাট: হাই স্কুল চত্বরে ছাত্র-ছাত্রীদের সামনে দুই অশিক্ষক কর্মীদের মধ্যে ব্যাপক মারধর হাসপাতালে ভর্তি ১। স্কুল বয়কট করে ছাত্র-ছাত্রী ও অভিভাবককা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখান, ঘটনাস্থলে আসে পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীচক শান্তিময় শিক্ষা নিকেতন হাই স্কুলের ঘটনা। অভিযোগ, স্কুলের অশিক্ষক কর্মচারী প্রবীর মণ্ডল স্কুল চলাকালীন হঠাৎই অপর এক অশিক্ষক কর্মী দীপঙ্কর মণ্ডলকে বেধড়ক মারধর কিল, চড়, ঘুসি মেরে মাটিতে ফেলে মারতে শুরু করে।

এই ঘটনা দাঁড়িয়ে দেখেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০০০, শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়ে প্রায় ২১ জন। স্কুল চত্বরে হঠাৎই কেন এক অশিক্ষক কর্মী অপর এক অশিক্ষক কর্মীর উপর চড়াও হয়ে কেন এমন কাণ্ড ঘটাল ! এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।

আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস

আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!

ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ আসে। অশিক্ষক কর্মী প্রবীর মণ্ড কে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশ্ন উঠছে কেনই বা একে অপরের উপর হামলা চালাল এরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। তবে এই ঘটনার পিছনে পুরনো কোনও বিবাদ বা রাজনৈতিক চক্রান্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে দুই অশিক্ষক কর্মী সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি।

জুলফিকার মোল্যা

Published by:Uddalak B
First published:

Tags: Crime