হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
লটারির কোটি টাকায় ভাগ্য পরিবর্তন, সেই অর্থে কী করছেন সুন্দরবনের স্বপন

North 24 Parganas: লটারির কোটি টাকায় ভাগ্য পরিবর্তন, সেই অর্থে কী করছেন সুন্দরবনের স্বপন

X
title=

North 24 Parganas: লটারিতে এক কোটি টাকা পেয়ে এখন ভাগ্য পরিবর্তন সুন্দরবনের স্বপনের। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলে সে টাকায় কি করেছে ওই যুবক! 

  • Share this:

বসিরহাটঃ লটারিতে এক কোটি টাকা পেয়ে এখন ভাগ্য পরিবর্তন সুন্দরবনের স্বপনের। জীবন‌যাপনের জন্য অনেক কষ্ট করতে হচ্ছিল। পরিবারে আর্থিক অনটন লেগেই ছিল। সঙ্গী হয়ে গিয়েছিল সমস্যা। কী করবেন কিছুই ভাবতে পারছিলেন না।

অবশেষে এক রাতেই বদলে গেল ভাগ্য। কয়েকমাস আগে, উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির মনিপুরের আতাপুর গ্রামের এক যুবক স্থানীয় ধুচনিখালি বাজারের একটি দোকানের লটারির টিকিট কাটে। সেই টিকিটেই বাজিমাত, ১ কোটি টাকা পুরস্কার জেতে যুবক। সরকারি ট্যাক্স ও অনান্য খরচ বাদে সে পায় প্রায় ৭২ লক্ষ টাকা।

আরও পড়ুন: গলা খুসখুস, কথা বলতে সমস্যা! SSKM-এ হঠাৎ হাজির রাজ্যপাল

আরও পড়ুন: দাঁতাল হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু! 'খুবই দুঃখজনক ঘটনা' বললেন মমতা

কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলে সে টাকায় কী করেছে ওই যুবক! তার বাড়ি গিয়ে দেখা যায় আগের ত্রিপলে ঢাকা কুটির বাড়িটি পরিবর্তন করে তৈরি হচ্ছে ইটের তৈরি বাড়ি। স্বপন জানায়, বাড়ি তৈরির পাশাপাশি সংসারে কিছু দেনা পরিশোধ করেছে। আর আর কিছু টাকা দিয়ে সুন্দরবন এলাকার জনজীবনের প্রধান ব্যবসা মৎস্য চাষ শুরু করেছে।

পাশাপাশি তার গ্রামে একটি ক্লাবে তৈরি করছে কালী মন্দির। সেই মন্দিরের সবটাই খরচ বহন করছে ওই যুবক। যুবক জানায়, এখন সে আর লটারির টিকিট কাটে না। ব্যবসা করার পাশাপাশি সাংসারিক জীবন যাপনে হাল ধরেছে সে। সব মিলিয়ে স্বপনের পরিবারের ফিরেছে খুশির হাওয়া।

জুলফিকার মোল্লা

Published by:Uddalak B
First published:

Tags: Lottery news