হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ডিভোর্সের পর ফের বিয়ের প্রস্তাব, প্রাক্তন স্ত্রীকেই পর পর গুলি যুবকের

North 24 Pargana News: ডিভোর্সের পর ফের বিয়ের প্রস্তাব, প্রাক্তন স্ত্রীকেই পর পর গুলি যুবকের

স্থানীয় সূত্রে জানা যায় বসিরহাট ষোলাদানা এলাকার রবিউল সরদার নামে এক যুবকের বছর তিনেক আগে বিয়ে হয়েছিল মালঞ্চ মৌলী এলাকার এক তরুণীর সঙ্গে।

  • Share this:

মিনাখাঁ: নিজের ডিভোর্সী স্ত্রীকে দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চেয়েছিল স্বামী। স্বামীর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় স্ত্রীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মিনাখাঁ থানার মালঞ্চ মৌলি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় বসিরহাট ষোলাদানা এলাকার রবিউল সরদার নামে এক যুবকের বছর তিনেক আগে বিয়ে হয়েছিল মালঞ্চ মৌলী এলাকার এক তরুণীর সঙ্গে। মাস চারেক আগে ওই দম্পতির  ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর গত দিন দশের আগে রবিউল আবার ওই তরুণীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ার জন্য মাঝেমধ্যেই রবিউল প্রাক্তন স্ত্রীকে খুন করার হুমকি দিত বলে অভিযোগ।

আরও পড়ুন প্রেমিকাকে ভিডিও কল যুবকের, মুহূর্তে যা ঘটিয়ে ফেলল, বীভৎসতায় হার মানবে সব

রবিবার সন্ধ্যা বেলায় রবিউল নিজের শ্বশুরবাড়িতে চড়াও হয়৷ ফের নিজের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার কথা বলে সে। ওই তরুণী সেই প্রস্তাবে  রাজি না হওয়ায় সঙ্গে সঙ্গে গুলি করে খুন করার চেষ্টা করে।

নিজের প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় রবিউল। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তরুণীর ডান হাতে লাগে।

গুরুতর আহত অবস্থায় তরুণীকে পরিবারের লোকেরা মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পলাতক রবিউল সরদারের খোঁজে তল্লাশি শুরু করেছে মিনাখা থানার পুলিশ।

Published by:Debamoy Ghosh
First published: