উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিপ্লোমা ডাক্তার এবং ১৫ দিনের কোর্সে নার্স তৈরি করে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালনা করানোর কথা। আর তারই প্রতিবাদে জানিয়ে এবার রাস্তায় নামতে দেখা গেল খোদ ডাক্তারদের। এএইডিএসও রাজ্য কমিটির মেডিকেল ইউনিটের পক্ষ থেকে এদিন বিষয়টির প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ প্রদর্শনও করা হয়। আর তার জেরে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয় ওই এলাকায়।
আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিপ্লোমা ডাক্তার এবং ১৫ দিনের নার্স তৈরি করে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পরিচালনা করার কথা। আন্দোলনকারী ডাক্তারদের দাবি এর মাধ্যমে গ্রামীণ জনসাধারণকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্ত অবৈজ্ঞানিক বলেও দাবি তোলেন আন্দোলনকারীরা। মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন বলেও জানান। অবিলম্বে সমস্ত শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগ করতে হবে বলেও আওয়াজ তোলেন তাঁরা।
এই সব দাবি সামনে রেখেই আন্দোলনকারীরা মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে আসলে, সেখানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী। স্বাস্থ্য ভবনের বাইরেই রাস্তায় মিছিল আটকে দেওয়া হয়। এরপরই, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের চারজনকে স্বাস্থ্য ভবনের ভিতরে ডেপুটেশন জমা দেওয়ার জন্য অনুমতি সাপেক্ষে প্রবেশ করানো হয়। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই সুর চড়তে শুরু করেছে রাজ্যে। এখন স্বাস্থ্য দফতর ও রাজ্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে চিকিৎসক মহল।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chief minister, Doctor, Mamata Banerjee