কলকাতা: অত্যাধুনিক ভাবে সেজে উঠছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল। সুষ্ঠুভাবে বিমান চলাচলের জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবার পুরনো এটিসি-র ভোল বদলে প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে নতুন এটিসি বানাচ্ছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
রানওয়েতে বিমান ওঠানামা থেকে শুরু করে পরবর্তী গন্তব্যে বিমানের অবতরণ পর্যন্ত পাইলটরা নিরন্তর যোগাযোগ রাখেন এটিসি-র অফিসারদের সঙ্গে। আকাশ পথে রেডারের মাধ্যমে স্ক্রিনে ফুটে ওঠা চিহ্ন দেখে বিমানে বসে থাকা পাইলটদের মেসেজ পাঠান এটিসির দায়িত্বে থাকা আধিকারিকেরা। কোন বিমান কত উচ্চতায় কোন পথ নির্দেশিকায় যাবে তারও কন্ট্রোল থাকে এই এটিসির উপর। এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরের পুরনো আন্তর্জাতিক টার্মিনাল ঘেঁষা এটিসি বিল্ডিং থেকেই চলছে বিমান কন্ট্রোলিং-এর কাজ। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, সব কিছু তৈরি হয়ে গেলে দু'টি এটিসি থেকেই বিমান পরিচালনা ও মাইগ্রেশনের কাজ একসঙ্গে চলবে। পরে ধীরে ধীরে সব কিছু নতুন এটিসি টাওয়ারে শিফ্ট করা হবে। এই কাজ সম্পন্ন হতে ২০২৪ সালের মাঝামাঝি সময় লাগবে বলেও অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই সিভিল ওয়ার্ক শেষ হয়েছে। এখন ইলেকট্রিক লাইন ও বিভিন্ন কেবল পাতার কাজ চলছে। সেই সঙ্গে অন্দরসজ্জার কাজও এগোচ্ছে বলেই জানা গিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্টারনেট প্রোটোকল বেস্ড ভয়েস কমিউনিকেশন সিস্টেম থাকছে নতুন এই এটিসি তে। বর্তমান ভিএইচএফ অ্যান্টেনায় একটি আউটপুট পাওয়া যায়, নতুন অ্যান্টেনায় তিনটি আউটপুট থাকবে। যাতে পাইলট ও এটিসি-র মধ্যে কোনও ভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন না-হয়। বিমানবন্দরের ভিতর যে সব চার চাকার গাড়ি বিভিন্ন কাজে ঘোরাঘুরি করে, তাদের নিয়ন্ত্রণ করার জন্য লেভেল ফোর-এর অ্যাডভান্সড সার্ফেস মুভমেন্ট গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম থাকছে।
ফলে, বিমানবন্দরে থাকা বিমান ছাড়াও বিভিন্ন বিমান সংস্থার শতাধিক গাড়ি, কেটারিং সংস্থার গাড়ি, লাগেজ ট্রলিগুলির একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হওয়ার পরিস্থিতি তৈরি হবে না বলেও মত। নতুন এটিসি থেকে 'ডি-ভলমেট সিস্টেম' ব্যবহার করা হবে। যা পাইলটদের কাছে আবহাওয়ার সংক্রান্ত বার্তা দেবে। সবটাই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। থাকছে অটোম্যাটিক টার্মিনাল ইনফরমেশন সিস্টেম বা এটিআইএস-এর সর্বাধুনিক প্রযুক্তি। যার ফলে পাইলটরা অনেক আগের থেকেই বিমানবন্দরের আবহাওয়া, দৃশ্যমানতা, রানওয়ের অবস্থান, অ্যাপ্রন বে, ট্যাক্সি বে সম্পর্কে আগাম জানতে পারবেন। নতুন উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া এই এটিসি চালু হলে বিমান চলাচল সিস্টেম আরও সুষ্ঠ ও নিরাপদ হবে বলেও মনে করা হচ্ছে।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Airport, North 24 Parganas