হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পুলিশি নিরাপত্তায় আসেন জাগ্রত এই মা, লক্ষাধিক ভক্তের মাঝে হয় পুজো

Kali Temple: পুলিশি নিরাপত্তায় আসেন জাগ্রত এই মা, লক্ষাধিক ভক্তের মাঝে হয় পুজো, জানুন কুলপুকুরের ইতিহাস 

পুজো হচ্ছে ধুমধাম করে

পুজো হচ্ছে ধুমধাম করে

Kali Temple: পার্শ্ববর্তী ময়দানে বসেছে মেলা। প্রতিবছরই মায়ের পুজোকে ঘিরে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে কুলপুকুরে। প্রতিদিনই তিন বেলা নিয়ম করে চলে দেবীর আরাধনা।

  • Share this:

উত্তর ২৪ পরগনা: রাত ভোর চলল মায়ের পুজো, প্রায় লক্ষাধিক ভক্ত সমাগমের মধ্যে দিয়েই উত্তর ২৪ পরগনার প্রাচীন ও ঐতিহ্যশালী কুলপুকুর কালি মন্দিরের বার্ষিক পুজো অনুষ্ঠিত হল। যশোর রোডের পার্শ্ববর্তী এই জাগ্রত মায়ের মন্দিরে বার্ষিক পুজো উপলক্ষে গোটা মন্দির চত্বর সেজে উঠেছে আলো ও ফুলের মালায়।

পার্শ্ববর্তী ময়দানে বসেছে মেলা। প্রতিবছরই মায়ের পুজোকে ঘিরে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে কুলপুকুরে। প্রতিদিনই তিন বেলা নিয়ম করে চলে দেবীর আরাধনা। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মার কাছে। স্থানীয় এলাকার বাসিন্দাদের অনেকের কাছেই শোনা যায় এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক ঘটনার কথা। যশোর রোড দিয়ে চলাচল করা যানবাহনের যাত্রীরা অনেক সময়ই নানা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন বলেও জানা যায়। জেলার জাগ্রত কালী মন্দির গুলির মধ্যে অন্যতম এই কুলপুকুর কালী মন্দির। লক্ষাধিক ভক্তসমাগম সুষ্ঠুভাবে সামাল দিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। মন্দিরের চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুলিশের তরফ থেকে সারা রাত বাহিনী মোতায়েন করা ছিল বলেও জানা গিয়েছে। এদিন স্বর্ণালংকার দিয়ে সাজানো মাতৃ প্রতিমা নিয়ে হাবরা থেকে কুলপুকুর পর্যন্ত আসে সুবিশাল শোভাযাত্রা। রীতিমতো পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার এই রাস্তায় তখন করা হয় যান নিয়ন্ত্রণও। শোভাযাত্রায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখা যায়। রাস্তার দু'ধারে বহু মানুষ দাঁড়িয়ে মাতৃমূর্তি দর্শন করেন।

আরও পড়ুন: চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র

প্রাচীন ঐতিহ্য মেনে এখনও এই মন্দিরে বলি প্রথা চলে আসছে বলেও জানা যায়। মন থেকে মার কাছে কিছু চাইলে মা ফেরান না কাউকেই, দাবি ভক্তদের। মনোবাসনা পূর্ণ হলেই মাকে পাঠা বলি দেন ভক্তরা। শোনা যায় যশোর রোড দিয়ে যাওয়া যানবাহনের চালকেরা, বহু সময় গভীর রাতে ওই মন্দির এলাকায় কখনও বুড়িমা, আবার কখনও ছোট্ট শিশু কন্যার বেশে দেবীর উপস্থিতি অনুভব করেছেন।

আরও পড়ুন: বুধেই ঘটতে পারে বড় কিছু, অনুব্রতর মুখোমুখি বসবেন কে? তুঙ্গে শোরগোল

এমনকি দ্রুতগতির যানবাহনও মন্দির এর সামনে গিয়ে ধীরগতি হয়ে যায় বলেও জানান অনেকে। এলাহী আয়োজন করা হয়েছে এই পূজা উপলক্ষে। মন্দির কমিটির সূত্রে জানা যায়, এক শনিবার পার্শ্ববর্তী পুকুরে দেবীর বিসর্জন দিয়ে, পরবর্তী শনিবারে দেবীকে মন্দিরে নিয়ে আসার রীতি রয়েছে। ভক্তরা জানান সাংসারিক সমস্যা থেকে ভালোবাসা, সন্তানের পড়াশুনা থেকে চাকরি মাকে নিজের মনের কথা জানালে কাউকেই ফেরার না কুলপুকুরের এই জাগ্রত মা কালী। আজও সারাদিন ভক্তদের ভিড় দেখা যাচ্ছে মন্দিরে। পুজো দিচ্ছেন মা-র কাছে।

-----Rudra Narayan Roy

Published by:Suman Biswas
First published:

Tags: Kali Puja, Kali Temple