#বসিরহাট: 'নদীর ধারে বাস, ভাবনা বারো মাস।' নদী বাঁধ ধ্বসে ইছামতীর গর্ভে বিশ্রামঘর। ইছামতি নদী বাঁধের মাটির স্খলন শুরু। গোটা গ্রাম নদী গর্ভে যাওয়ার আশঙ্কায়য় দিন কাটাচ্ছে সুন্দরবনের মানুষ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ পঞ্চায়েতের আংনাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এমনিতেই ইছামতী খরস্রোতা। যা পায় টেনে নিয়ে যায় এই নদী। এভাবেই স্রোতের টানে টেনে নিয়ে গেছে গ্রামের বিশ্রাম ঘরটি।
নদীর খরস্রোতে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আংনাড়া গ্রামকে। আর যার ফলে জলমগ্ন হতে পারে আরো বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যে প্রায় দু কিলোমিটার ধরে ইছামতি নদীর বাঁধের যত্রতত্র মাটি আলগা হয়ে নদীগর্ভে চলে যাচ্ছে। কোথাও কোথাও আবার বড় বড় ফাটল দেখা দিচ্ছে। গভীর আশঙ্কায় দিন গুনছেন টেংরামারি, আংনাড়া ও পার হাসনাবাদ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ।
আরও পড়ুন - কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! মদ্যপান করে স্ত্রীকে অশ্রাব্য গালাগালি, ছুঁড়ে মারলেন প্যান
ইতিমধ্যে হাসনাবাদ পঞ্চায়েতকে লিখিতভাবে এই আশঙ্কর কথা জানিয়েছেন গ্রামবাসীরা। সময় যত যাচ্ছে তত মাটির স্খলন বাড়ছে, রাত জাগছে গ্রামের মানুষ। এলাকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবি। এভাবে নদী বাঁধের ধ্বস যদি আরো যদি বেশি হতে থাকে, প্রায় তিনটি গ্রামের কয়েক হাজার মানুষের বাসস্থান, জীবন-জীবিকা সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছে বাঁধের পাড়ের মানুষ।
JULFIKAR MOLLA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।