উত্তর ২৪ পরগনা: অভাবের সংসারে বড় হওয়া বর্ণ দাস এখন স্কুল তথা এলাকার পরিচিত নাম। দারিদ্রতাকে পিছনে ফেলে ক্রীড়া ক্ষেত্রে ছোট বয়সেই নজির গড়ল এই ছাত্র। দরিদ্র এই ছাত্রকে সবদিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই।
আর তাই রাজ্যের মধ্যে প্রথম হয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র বর্ণ দাস এখন হাবড়ার গর্ব। বর্ণের চোখে মুখে এখন শুধু একটাই স্বপ্ন, আগামী দিনে দেশের হয়ে অলিম্পিক খেলা। দেশের মুখ উজ্জ্বল করা।
আরও পড়ুন: মরা গাছই হয়ে উঠেছে শিল্পীর ক্যানভাস! যশোর রোডের দু'ধারে শোভা পাচ্ছে এই ভাস্কর্য
রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিকে নিয়ে জেলা স্তরে হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান লাভের পর রাজ্য স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জলপাইগুড়িতে। প্রাথমিক বিদ্যালয় পর্ষদের উদ্যোগে হওয়া সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাবরা সালথিয়া ফুলতলার নিম্ন বুনিয়াদি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র বর্ণ দাস।
হাই জাম্পে রাজ্যের মধ্যে প্রথম হয় ১০ বছরের এই বালক। ১.৩৭ মিটার লাফ দিয়ে প্রথম স্থান দখল করে দরিদ্র পরিবারের ছেলে বর্ণ দাস।বাবা বাড়িতে বাড়িতে জল দেন, মা নিতান্তই গৃহবধূ। বর্ণ দাদাও ভাইয়ের এই কৃতিত্বে খুশি। সকলেই এখন চান আগামীদিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক ছোট্ট এই প্রতিভা। তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও বর্ণকে সব রকম ভাবে সাহায্য করছেন এগিয়ে যাওয়ার।
রুদ্র নারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Habra