হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ওয়াইফাই, স্মার্ট টিভি, থাকার জায়গা সবকিছু মাত্র ৯৯৯ টাকায় দিচ্ছে হিডকো!

North 24 Parganas News: কো-ওয়ার্কিং ও কো-লিভিং স্পেস একত্রে পেল তথ্যপ্রযুক্তি নগরী

নতুন ভবন

নতুন ভবন

হিডকোর কো-ওয়ার্কিং ও কো-লিভিং স্পেসে পাঁচতারা হোটেলের মত সুবিধা। ওয়াইফাই, স্মার্ট টিভি সবকিছু পাওয়া যাবে মাত্র ৯৯৯ টাকায়

  • Share this:

উত্তর ২৪ পরগনা: সল্টলেক ও নিউটাউনের তথ্য প্রযুক্তি তালুক বাড়ছে কর্মসংস্থান। কোভিড পরবর্তী সময়ে ভিন রাজ্য থেকে আইটি, বিপিও কর্মীরা এ রাজ্যে আসছেন কর্মসংস্থানের জন্য। কাজের ধরণ অনুযায়ী অনেকেই দীর্ঘক্ষণ থাকছেন, আবার অনেকে সপ্তাহ বা মাস কাটিয়ে নিজের রাজ্যে বা শহরে ফিরে যাচ্ছেন। এই ধরনের তথ্য প্রযুক্তি কর্মীদের কাজের সুবিধার জন্য দরকার কো ওয়ার্কিং স্পেস। আর তাঁদের থাকার জন্য দরকার কো লিভিং স্পেস। সল্টলেকের সেক্টর ফাইভ সহ তথ্যপ্রযুক্তি তালুকের অনেক জায়াগায় কো ওয়ার্কিং স্পেস পাওয়া গেলেও কো লিভিং স্পেস সেভাবে ছিল না। এই চাহিদার বিষয়টি মাথায় রেখে কো ওয়ার্কিং স্পেশ এবং কো লিভিং স্পেস তৈরি করল হিডকো।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মীয়মান বেঙ্গল সিলিকন হাব লাগোয়া এলাকায় তৈরি হল এই কো-লিভিং এবং কো-ওয়ার্কিং স্পেস। হিডকো যার নাম দিয়েছে 'স্মার্ট কানেক্ট'। অ্যাকশন এরিয়া-টু তে দু'একর জমির উপরে গড়ে উঠেছে ভবনটি। দ্বিতল বিল্ডিংয়ে দুটি ব্লক রয়েছে। একটি বিল্ডিং-এ থাকছে কো-ওয়ার্কিং ব্লক। আর অপরটিতে কো-লিভিং ব্লক। এখানে তথ্যপ্রযুক্তির কর্মীরা কাজের পাশাপাশি কো-লিভিং ব্লকে পাবেন ওয়াই-ফাই, স্মার্ট টিভি, রান্নাঘর এবং ওয়াশরুম। সবমিলিয়ে ৮৪ টি বেডরুম। প্রতিদিনের ভাড়া ৯৯৯ টাকা। আর এক মাসের জন্য বুকিং করলে দিতে হবে ১৪,৯৯৯ টাকা। দল বেঁধে থাকার জন্য কো লিভিং স্পেস আর দল বেঁধে কাজ করার জন্য কো ওয়ার্কিং স্পেস ব্যবহার করতে পারবেন আইটি এক্সপার্টরা।

আরও পড়ুন: অসুখ করলেও অনেক সময় হাসপাতালে আসতে পারে না সুন্দরবনের মানুষ, তাই এবার নৌকায় করে তাঁদের গ্রামে পৌঁছে গেলেন চিকিৎসকরা

বাইরের রাজ্যগুলিতে অনেক আগেই এই ধরনের কো-ওয়ার্কিং ও কো-লিভিং স্পেস তৈরি হয়েছে। যেখানে কাজের জন্য ঝাঁ চকচকে অফিস রুম, কনফারেন্স হল, মিটিং রুম, ক্যাফেটেরিয়া, গেমিং জোন সহ লাইব্রেরির মত সুবিধা রয়েছে। হিডকোর কো লিভিং স্পেস শুধু আধুনিক মানের তা নয়, সেই সঙ্গে হাজার একটা সুবিধা থাকছে। হিডকো নির্মিত এই কো ওয়ার্কিং স্পেস ও কো-লিভিং স্পেসে পাঁচতারা হোটেলের মত পরিষেবা পাওয়া যাবে। ফলে তথ্যপ্রযুক্তি নগরে কাজের প্রয়োজনে আসা ভিন রাজ্যের বাসিন্দাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

রুদ্রনারায়ণ রায়

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bidhannagar, Kolkata, New Town, Salt lake