হোম /খবর /দক্ষিণবঙ্গ /
স্বাস্থ্যকেন্দ্র না কসাইখানা! চিকিৎসার বদলে কাটা হচ্ছে ছাগল, বসছে নেশার আসর

North 24 Parganas News: স্বাস্থ্যকেন্দ্র না কসাইখানা! চিকিৎসার বদলে কাটা হচ্ছে ছাগল, বসছে নেশার আসর

X
বেহাল [object Object]

North 24 Parganas News: এলাকার মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। তবে চিকিৎসার অভাবে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে আজ পরিত্যক্ত হয়ে উঠেছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি।

  • Share this:

    উত্তর ২৪ পরগনা: বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার জন্য উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলেও, আজ তার বেহাল দশা। শুধু তাই নয়, স্বাস্থ্য কেন্দ্রের ভেতর কাটা হয় ছাগল, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। নামে স্বাস্থ্য কেন্দ্র হলেও, মেলে না ন্যূনতম পরিষেবা। এমন দৃশ্যই ধরা পড়ল বাগদার কুরুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে।এলাকার মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। তবে চিকিৎসার অভাবে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে আজ পরিত্যক্ত হয়ে উঠেছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি। স্বাস্থ্য কেন্দ্রর চারপাশে জঙ্গল আবর্জনায় ভরে রয়েছে। যার কারণে গোটা এলাকায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের।শুধু তাই নয়। অভিযোগ,  স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে চলছে ছাগল কাটা। উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে কিছু ভগ্ন প্রায় ঘরেও  প্রতিদিন বসছে নেশার আসর।

    আরও পড়ুন, ক্রিকেট খেলতে গিয়েছিল কিশোর, একটু পরেই মিলল গলা কাটা লাশ! নৃশংস কাণ্ড মালদহে

    আরও পড়ুন,  বাড়িতে কেঁদে চলেছে ২ সন্তান, মালদহে নিখোঁজ গৃহবধূ, হন্যে হয়ে খুঁজছেন স্বামী

    আর্থিক সামর্থ্য ও উপায় না থাকায়, এলাকার কিছু প্রসূতি মহিলারা ওই উপস্বাস্থ্য কেন্দ্রে যান চেকআপের জন্য। কিন্তু কোনও রকম চিকিৎসার ব্যবস্থা নেই বললেই চলে। যদিও বিষয়টি নিয়ে কোনও রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীরা। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, কবে হাল ফিরবে এই স্বাস্থ্য কেন্দ্রের! বিস্তীর্ণ এলাকার মানুষের প্রাথমিক চিকিৎসাটুকু করাতে ছুটে যেতে হচ্ছে বহু দূরে। ফলে স্বাস্থ্য কেন্দ্রটি পুনরুজ্জীবিত করতে অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করুক। পরিবেশ বদলাক এলাকার।রুদ্র নারায়ণ রায়

    First published:

    Tags: North 24 Parganas, North 24 Parganas news