হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
'এই' নম্বরে হোয়াটস্অ্যাপ করলেই মিলবে পরিষেবা, উদ্যোগ তাক লাগিয়ে দেওয়ার মতো

North 24Parganas News: 'এই' নম্বরে হোয়াটস্অ্যাপ করলেই মিলবে পরিষেবা, কাউন্সিলরহীন ওয়ার্ডের অভিনব উদ্যোগ তাক লাগিয়ে দেওয়ার মতো

X
দুয়ারে [object Object]

২০২২ এর পৌরভোটের কিছুদিন পরেই প্রয়াত হয়েছিলেন বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মহল্লা প্রধান অজয় মজুমদার। তারপর থেকে সেই ওয়ার্ড কাউন্সিলরহীন অবস্থায় পড়েছিল। এলাকার মানুষের সুবিধার্থে চালু হল হোয়াটসঅ্যাপে 'দুয়ারে সার্টিফিকেট' পরিষেবা৷

আরও পড়ুন...
  • Share this:

বসিরহাট: কাউন্সিলরহীন ওয়ার্ডে হোয়াট্স অ্যাপের মাধ্যমেই ২৪ ঘণ্টা মিলবে দুয়ারে সার্টিফিকেট পরিষেবা। রাজ্য সরকারের দুয়ারের সরকার প্রকল্পে উপকৃত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সমস্ত শ্রেণির মানুষ। গোটা পঞ্চায়েত-সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরগুলি যখন একেবারে ক্যাম্প করে মানুষের দরবারে পৌঁছে যেত তখন সেখান থেকে সাধারণ মানুষ তাদের একাধিক নথিপত্র ও সার্টিফিকেট সহ সমস্ত অফিসিয়াল কাজের পরিষেবা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পেত। সেই সাফল্যের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্লকে ব্লকেও দুয়ারে সরকার প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। আর সেই দুয়ারে সরকারকে পাথেয় করেই কাউন্সিলরবিহীন ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে এবার এক অভিনব উদ্যোগ দেখা গেল বসিরহাটে।

২০২২ এর পুরভোটের কিছুদিন পরেই প্রয়াত হন বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মহল্লা প্রধান অজয় মজুমদার। তারপর থেকে সেই ওয়ার্ডে বাসিন্দারা কাউন্সিলরহীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বিভিন্ন অফিসিয়াল কাজ ও ওয়ার্ডের কাজ-সহ সার্টিফিকেট আদায়ের মতো পরিষেবা পেতেও অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সেই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলেন বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রানা দাস। তিনি এবার দুয়ারে সরকার প্রকল্পকে অনুসরণ করে দুয়ারে সার্টিফিকেট পরিষেবা চালু করলেন। পুরসভা সংক্রান্ত যে কোনও পরিষেবার প্রয়োজনে হোয়াট্স অ্যাপ নম্বরে মেসেজ বা ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে সার্টিফিকেট সহ একাধিক পরিষেবা। ২৪ ঘণ্টাই মিলবে এই পরিষেবা।

আরও পড়ুন: বাঙালির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য! মামলা থেকে অব্যাহতি পেয়ে গেলেন পরেশ রাওয়াল

হোয়াট্স অ্যাপ নাম্বার ৮৬১৭৩৮৫৮৮৪ এ মেসেজ সহ ফোন করলেও দিবারাত্র পরিষেবা পাবেন পাঁচ নম্বর ওয়ার্ডের প্রায় ৭০০০ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক কাজে ফেঁসে গেলে তাঁদের যখন কোনও নথিপত্র বা অফিসিয়াল কাজের কোনও নথিপত্র দরকার হবে তখনই তাঁরা এই পরিষেবা পাবেন। এর ফলে কাউন্সিলরহীন ওই ওয়ার্ডের প্রচুর মানুষ ব্যাপক উপকৃত হবেন বলে জানাচ্ছেন বসিরহাটের মানুষ। আবার কবে ভোট হয়ে নতুন কাউন্সিলর আসবেন, সেই অবধি অপেক্ষা না করেই মানুষ এই ধরনের পরিষেবা পেয়ে যথেষ্টই খুশি এলাকাবাসী।

জুলফিকার মোল্লা

First published:

Tags: Basirhat