বসিরহাটঃ হরিদ্বারের সন্ধ্যা আরতি এবার বসিরহাটের ইছামতীর তীরে। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় যেভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেভাবেই এবার বসিরহাটে ইছামতী নদীর তীরে শুরু হলো সন্ধ্যা আরতি। এদিন সন্ধ্যায় বসিরহাট পৌরসভার উদোগে বসিরহাটের ইছামতী নদীর পাড়ে সন্ধ্যা আরতি শুরু হয়। এবার থেকে প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট অনুষ্ঠিত হবে এই সন্ধ্যা আরতি। মূলত বেনারস বা হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখা যায় এবার সেই ছবি বসিরহাটবাসীর সামনে ফুটিয়ে তুলতে এমনই উদ্যোগ বলে জানান বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র।
বসিরহাটের বোটঘাটে কয়েক'শ প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা আরতি করা হয়। পাশাপাশি বৈদিক মন্ত্রের সঙ্গে গঙ্গা আরতিও করা হয়। হাজারো প্রদীপের বর্ণিল আলোর ঝলক পড়ছিল ইছামতীর জলরাশিতে। স্বচ্ছ জলে সেই আলোর পরশ পড়ে রুপালি ঢেউ উঠেছিল ইছামতী বক্ষে। আর সেই দৃশ্য উপভোগ করার জন্য ইছামতী বক্ষের পাড়ে ভিড় করেছিলেন বসিরহাটবাসী। সন্ধ্যা আরতির মধ্য দিয়ে নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তাও দিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র। তিনি জানান, 'নদীকে যদি আমরা মা হিসাবে দেখি তবেই সেখানে নোংরা ফেলা বন্ধ হবে। আর নোংরা ফেলা বন্ধ হলে নদীর দূষণও বন্ধ হবে।’ ইছামতীর তীরে একটি সুন্দর হরিদ্বারের সন্ধ্যা আরতি উপহার পেল বাসিরহাটবাসী।