হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ঘিঞ্জি এলাকাতেই প্লাস্টিক কারখানা! নোয়াপাড়ায় বিধ্বংসী আগুন, পুড়ে ছারখার সব

North 24 pargana news: ঘিঞ্জি এলাকা! তার মধ্যেই প্লাস্টিক কারখানা, নোয়াপাড়ায় বিধ্বংসী আগুন, পুড়ে ছারখার সব

 প্লাস্টিক কারখানায় আগুন

প্লাস্টিক কারখানায় আগুন

ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ পৌঁছলে, তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে এই কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায়৷ দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে এমন আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ তুলে নেন।

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বরানগর: বরানগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন,অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লোকালয়ে এই ধরনের কারখানায় অগ্নিকাণ্ডে অন্যান্য বাড়িতে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কায থাকে। সেই আতঙ্কেই এলাকার মানুষজন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়। বরানগর থানা পুলিশ আসলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের দাবি, এমনিতেই ঘনবসতিপূর্ণ এলাকা ফলে আগুন যেকোনো সময় ছড়িয়ে পড়া আশঙ্কা ছিল।

আরও পড়ুন: নকল মশলায় ছেয়ে গেছে বাজার! কী ভাবে চিনবেন রান্নার মশলার আসল-নকল? না জানলেই কিন্তু বিপদ

দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের কর্মীদের দাবি, একেবারে ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে গাড়ি ঢোকাতে তাঁদের অসুবিধা হচ্ছিল৷ ফলে অন্যের বাড়ির ছাদ থেকে বা টালি চাল থেকে আগুন নেভাতে হয়েছে। সেই কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগেছে। তবে সময়মতো দমকল এসে পড়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েনি।

ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ পৌঁছলে, তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে এই কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায়৷ দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে এমন আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ তুলে নেন।

অরুণ ঘোষ

Published by:Satabdi Adhikary
First published:

Tags: North 24 pargana