উত্তর ২৪ পরগনা: প্রাইমারি, আপার প্রাইমারি পর এবার এসএসসি-র গ্রুপ সি নিয়োগেও দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর তা হয়েছে ও এমআর শিট কারচুপি থেকেই, বলেই জানিয়েছে কোর্ট। হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের যে তিন হাজার ৪৭৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ৩ হাজার ১১৬ জন চাকরি প্রাপকের নাম রয়েছে ওএমআর শিট বিকৃত কাণ্ডে।
আর তাতেই এবার নাম জড়াল উত্তর ২৪ পরগনার বারাসতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দোলন বিশ্বাসের। লিস্টে তার নাম রয়েছে ২১৮ নম্বরে।অভিযোগ, ওএমআর শিট বিকৃত করে স্কুলের গ্রুপ 'সি'-পদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তাঁকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন তিনি এসএসসি-র গ্রুপ সি পদের চাকরি পেয়েছিলেন তখন কাউন্সিলর পদেও ছিলেন তৃণমূলের ডাকাবুকো এই নেত্রী দোলন বিশ্বাস। স্বভাবতই প্রশ্ন উঠেছে কার সুপারিশে চাকরি পেলেন তিনি! নিজের ক্ষমতা অপব্যবহার করে, নাকি তাঁর নিয়োগের পিছনে বড় কোনও মাথার হাত রয়েছে! তা নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।
তবে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে জেলা সদর শহর বারাসতে। বিতর্কের জেরে শাসক দলের এই প্রাক্তন কাউন্সিলরের চাকরি যাওয়ার সম্ভাবনাও প্রবল হয়েছে বলে মত স্থানীয়দের। তবে দোলন বিশ্বাস-এর পরিবারের অবশ্য দাবি, পড়াশোনায় ভাল, তাই যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে দোলন।
কোনও সুপারিশ বা টাকার বিনিময়ে চাকরি পাননি। বারাসাত পৌরসভা চেয়ারম্যান অশনী মুখোপাধ্যায় বলেন, তিনি কোনও পৌরসভার কর্মী নন, ফলে কী হয়েছে তিনি বলতে পারবেন না। অন্যদিকে, বিরোধীরা বিষয়টি নিয়ে আসরে নেমে পড়েছেন। তাদের দাবি, চাকরি লুট করা হয়েছে। শাসকদলের নেতা-মন্ত্রীরা এর পেছনে জড়িত। ফলে সব সত্য সামনে আসুক।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SSC