হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সোনা রুপো গবাদি পশু নয়, সীমান্তে পাচার হচ্ছে লক্ষাধিক টাকার মাছের ডিম! ধরল বিএসএফ

North 24 Parganas News: সোনা রুপো গবাদি পশু নয়, সীমান্তে পাচার হচ্ছে লক্ষাধিক টাকার মাছের ডিম! ধরল বিএসএফ

সোনা রুপো গবাদি পশু নয়, সীমান্তে পাচার হচ্ছে লক্ষাধিক টাকার মাছের ডিম! ধরল বিএসএফ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    উত্তর ২৪ পরগনা: সোনা রুপো গরুর পর এবার সীমান্তে পাচার হচ্ছে মাছের ডিমও! শুনলে রীতি মত অবাক হবেন। আর এই পাচার রুখে বিএসএফের হাতে প্রায় দুলক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের মাছের ডিম বাজেয়াপ্ত হল। যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ সীমান্ত রক্ষী বাহিনীর।

    এতদিন ছিল সোনা রুপো ও গবাদি পশু পাচারের অভিযোগ। পাশাপাশি নেশার দ্রব্য পাচার করা হতো সীমান্তে । এই অভিযোগে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হয়েছে বহু পাচারকারী। কিন্তু এবার মাছের ডিম পাচার হতেই রীতিমতো নড়েচড়ে বসেছে সীমান্ত রক্ষী বাহিনী। প্রশ্ন উঠছে তবে কি পাচার চক্র নিজেদের অস্তিত্বের জন্য অন্য পন্থা অবলম্বন করছে।

    আরও পড়ুন: এক বাড়িতেই থাকবে দুই স্ত্রী! বলিহারি শখ স্বামীর! অবশেষে যা হাল হল! জানুন

    সীমান্ত রক্ষী বাহিনীদের তরফ থেকে জানা যায়, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে রানাঘাট এলাকায় ৬৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে পাহারা দেওয়ার সময় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দেখতে পান। ১০-১২ জন চোরাকারবারী প্লাস্টিকের ব্যাগ নিয়ে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে, কর্তব্যরত জাওয়ানরা রেডিও সেটের মাধ্যমে খবর দেন দায়িত্বে থাকা আধিকারীকে।

    এরপরই, জওয়ানরা তাদের তাড়া করে। বিপদ আঁচ করতে পেরে চোরাকারবারীরা আতঙ্কিত হয়ে কাধে থাকা ব্যাগ গুলি ফেলে ঘন ঝোপের মধ্যে দিয়ে সীমান্তের গ্রামে মিলিয়ে যায়। এরপর গোটা এলাকায় তল্লাশিতে নেমে জওয়ানরা ঘটনাস্থল থেকে ওই মাছের ডিম ভর্তি ব্যাগ গুলি উদ্ধার করে। মোট ১৯ টি প্লাস্টিকের ব্যাগে এই ডিম পাচার করা হচ্ছিল বাংলাদেশে। যার আনুমানিক মূল্য প্রায় দু লক্ষ্য ৮৫ হাজার টাকা বলে জানা গিয়েছে।

    বাজেয়াপ্ত হওয়া ওই মাছের ডিমের প্যাকেট এরপর তুলে দেওয়া হয় বাগদা থানার হাতে। ৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদাই আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করেন এবং তাদের চোখ চোরা কারবারীরা কোনো ভাবেই ফাঁকি দিতে পারেনা। তিনি আরও জানান, চোরাকারবারীরা নতুন উপায়ে পাচার করার চেষ্টা করে কিন্তু সতর্ক বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তবে মাছের ডিম পাচারের এই বিষয়টি সামনে আসতে মনে করা হচ্ছে নিরাপত্তার কড়াকড়ির কারণেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন মাছের ডিম পাচার করার চেষ্টা চালাচ্ছে পাচারকারীরা।

    রুদ্র নারায়ণ রায়

    First published:

    Tags: North 24 pargana