হোম /খবর /দক্ষিণবঙ্গ /
জেলায় প্রথম তৈরি হল ওয়াটার মিউজিয়াম, কত রকমের জল আছে জানেন? আঁতকে উঠবেন

North 24 Parganas News: জেলায় প্রথম তৈরি হল ওয়াটার মিউজিয়াম, কত রকমের জল আছে জানেন? আঁতকে উঠবেন

X
ওয়াটার [object Object]

ওয়াটার মিউজিয়ামে রয়েছে ৪০ রকমের জল!

  • Share this:

উত্তর ২৪ পরগনা: রাজ্যে প্রথম কোনও স্কুলে তৈরি হল ওয়াটার মিউজিয়াম। অবাক শুনতে লাগলেও, একেবারে সত্যি। কত ধরনের জল হয়, তা রীতিমতো চাক্ষুষ করা যাবে এই মিউজিয়ামে আসলে। আর এই রকমই ওয়াটার মিউজিয়াম করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেনা সরোজনী পাহাড় হাই স্কুল। আর এই মিউজিয়ামটি তৈরি করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরাই।

স্কুলের ল্যাবরটারি রুমে ঢুকলেই দেখার যাবে একের পর এক সাজানো রয়েছে বিভিন্ন রকমের জল। যা সংরক্ষণ করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরাই। আশপাশের অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে এই জল সংরক্ষণ করা হয়েছে ওয়াটার মিউজিয়াম তৈরির জন্য। এই ওয়াটার মিউজিয়ামের স্থান পেয়েছে প্রায় ৪০ রকমের জল। আর এর মধ্যে দিয়েই ছাত্র-ছাত্রীদের পরিবেশ দূষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা সহ পাঠ পড়ানো হচ্ছে পরিবেশ সচেতনতারও। প্রথাগত শিক্ষার বাইরে পড়ুয়াদের নানা বিষয়ে আগ্রহ জাগাতে সর্বদাই কিছু না কিছু নতুন করার চিন্তাভাবনা স্কুলের শিক্ষক শিক্ষিকারা তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের সামনে।

আরও পড়ুন - Bank Collapse: সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের পর ফের আমেরিকায় ব্যাঙ্কের পতন, টালমাটাল অর্থনীতি

শুধু ওয়াটার মিউজিয়াম নয়, এই স্কুলের ছাত্রছাত্রীরা এমন বেশ কয়েকটি জিনিস আবিষ্কার করেছেন যা, সমাজের পিছিয়ে পরা মানুষদের নানা উপকারে লাগবে। যেমন স্কুলের ছাত্র-ছাত্রীরাই তৈরি করেছে এক অভিনব লাঠি যা দৃষ্টিহীন মানুষদের চলার ক্ষেত্রে অবলম্বনের কাজ করবে। সামনে কোথাও বাধা থাকলে জানিয়ে দেবে লাঠি। আবার রাস্তা পারাপারের সময় সিগনাল অনুযায়ী সংকেত দেবে দৃষ্টিহীন মানুষদের। এছাড়াও কোনরকম বিদ্যুৎ ব্যবহার না করে, সাইকেল দিয়ে ছাত্রছাত্রীরা তৈরি করেছেন ওয়াশিং মেশিন। যা দেখলে রীতিমতো তাক লেগে যাবে আপনাদেরও।

ইতিমধ্যেই যদিও এই স্কুলের ছাত্রছাত্রীরা জেলার পাশাপাশি রাজ্য স্তরে এ ধরনের নানা উদ্ভাবনীর জন্য স্বীকৃতি পেয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের কৃতিত্বে আজ খুশি শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকরাও। পরবর্তীতে এই গবেষণাগার থেকেই ছাত্র-ছাত্রীদের সাহায্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হবে আশপাশের এলাকায়, সচেতনতা প্রচারে যুক্ত করা হবে পঞ্চায়েতকেও। এভাবেই দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে জেলার অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান।

রুদ্র নারায়ণ রায়

Published by:Rachana Majumder
First published:

Tags: North 24 Pargana news