কয়েকদিনে অকাল শিলা বৃষ্টির ফলে ফসলের জমিতে জল জমে গিয়ে পচন ধরতে শুরু করেছে। বিভিন্ন সবজি ফসলের পাশাপাশি ঝড়ো হাওয়ার দাপটে উপড়ে পড়েছে পেঁপে, কলা, পটল সহ একাধিক ফসলের গাছ।
বসিরহাটঃ কয়েকদিনের ঝড় বৃষ্টির ফলে ক্ষতির আশঙ্কায় বসিরহাটের কৃষকরা। বসিরহাটের বাদুড়িয়া, শিবাটি, মিনাখাঁ, হাড়োয়া-সহ একাধিক এলাকা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাষে ক্ষতির আশঙ্কা।
গত কয়েকদিনে অকাল শিলা বৃষ্টির ফলে ফসলের জমিতে জল জমে গিয়ে পচন ধরতে শুরু করেছে। বিভিন্ন সবজি ফসলের পাশাপাশি ঝড়ো হাওয়ার দাপটে উপড়ে পড়েছে পেঁপে, কলা, পটল-সহ একাধিক ফসলের গাছ।
চাষিরা জানাচ্ছেন, ঝড় বৃষ্টির ফলে যেসব ফসল আমরা ঘরে তুলতে পারিনি সেই ফসল নষ্ট হয়ে যাবে যার কারণে আবার নতুন করে আমাদের চাষ করতে হবে। এর ফলে সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে।
বাজারের সবজির চাহিদা আছে, তবে জোগান নেই সেভাবে। যার কারণে সাধারণ মানুষের সবজি কিনতে নাজেহাল হতে হবে। তাদের দাবি সরকার যদি চাষীদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো চাষিরা একটু স্বস্তি পাবে। তা না হলে ধার দেনা করে আবার চাষ করতে হবে তাতে করে যদি আবার বৃষ্টি আসে তাহলে সেই ঋন পরিশোধ করবো কি করে।