হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! সুন্দরবনে জনসংযোগ বিপর্যয় মোকাবিলা দলের 

North 24 Parganas News: উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! সুন্দরবনে জনসংযোগ বিপর্যয় মোকাবিলা দলের 

X
নজরদারি [object Object]

North 24 Parganas News:  সুন্দরবনের কালিন্দী, রায়মঙ্গল ও ইছামতি নদীতে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের মহড়া, স্থলপথে মাইকিং প্রচার।

  • Share this:

বসিরহাটঃ সুন্দরবনের কালিন্দী, রায়মঙ্গল ও ইছামতি নদীতে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের মহড়া, স্থলপথে মাইকিং প্রচার। বিগত দিনের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মোকার আগে তুঙ্গে সতর্কতার প্রস্তুতি। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২নং ব্লক, হাসনাবাদ, হাড়োয়া ও মিনাখাঁ এই ছ’টি ব্লকে সকাল থেকে নদীবাঁধ পরিদর্শন, সাইক্লোন সচেতনতার বার্তা ও নৌ পথে মহড়া দিতে শুরু করল জাতীয় বিপর্যয় মোকাবেলা দল।

সুন্দরবনের নদীমাতৃক এলাকায় সেই ছবি দেখা গেল কালিন্দী, রায়মঙ্গল, ইছামতি ও বেতনি সহ বিভিন্ন নদীতে। অন্যদিকে স্থলপথে মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাইক্লোন নিয়ে সতর্কবার্তা জাতীয় বিপর্যয় মোকাবেলা দল। ঝড়ের সময় কি করতে হবে, কোথায় যেতে হবে, নিজেরদের কিভাবে সুরক্ষিত রাখতে হবে সবটাই হাতে-কলমে তাদেরকে বুঝিয়ে দিলেন তারা।

আরও পড়ুন: ঘণ্টায় ১৭৫ কিমি…! ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! তাণ্ডবলীলার আশঙ্কায় তুমুল সতর্কতা

আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!

ইতিমধ্যে হিঙ্গলগঞ্জের কালিতলা ও যোগেশগঞ্জ এবং সন্দেশখালি ২নং ব্লকের ধামাখালি সহ বিভিন্ন নদীর পয়েন্টে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা মাইকিং প্রচার শুরু করেছে। মোকা সতর্কতায় বসিরহাটে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের দুটি দলকে নিযুক্ত করা হয়েছে। প্রত্যেক দলে ৩৩ জন করে সদস্য রয়েছে।

এছাড়াও বসিরহাটের দশ’টি ব্লকে দশ’টি সিভিল ডিফেন্সের দল মোতায়েন করা হয়েছে। প্রত্যেক দলে ১২ জন করে সদস্য রয়েছে। পাশাপাশি তিন পৌরসভা বাদুড়িয়া, বসিরহাট ও টাকি সহ সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে ১২০ জন ‘আপদা মিত্র’দের নিযুক্ত করা হয়েছে। কোন বড়সড় বিপর্যয় আসলে মানুষকে দ্রুত যাতে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া যায়, তার সবরকম ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে বসিরহাটের প্রশাসন।

পাশাপাশি স্বাস্থ্য দফতর, রাজ্য বিদ্যুৎ দফতর ও সেচ দফতরের সমস্ত কর্মীদের সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী মোকা সেইভাবে বসিরহাটের উপকূলীয় এলাকায় প্রভাব না ফেললেও বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাইক্লোনের নিরাপত্তার প্রস্তুতিতে কোনরকম থামতে রাখতে চাইছে না বসিরহাটের প্রশাসন। যদিও আম্ফান, বুলবুল ও ইয়াশের ভয়াবহ স্মৃতিকে মনে করে যথেষ্টই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সুন্দরবনের মানুষজন।

জুলফিকার মোল্যা

Published by:Uddalak B
First published:

Tags: Cyclone