হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ঘরে নেই স্বামী-ছেলে, রাতে ঢুকে পড়ল ৫ জন! বসিরহাটে গৃহবধূর হাড়হিম অভিজ্ঞতা

Crime News: ঘরে নেই স্বামী-ছেলে, রাতে ঢুকে পড়ল ৫ জন! বসিরহাটে গৃহবধূর হাড়হিম অভিজ্ঞতা

হাড়হিম ঘটনা (প্রতীকী চিত্র)

হাড়হিম ঘটনা (প্রতীকী চিত্র)

Crime News: মহিলা বাড়িতে একাই থাকেন। সেই সুযোগে ৫ দুষ্কৃতী ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে।

  • Share this:

বসিরহাটঃ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, প্রতিবাদ করায় বেধড়ক মারধর। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার রামেশ্বরপুর বরুনহাট গ্রাম পঞ্চায়েতের বরুনহাট লঞ্চঘাট এলাকার ঘটনা। বছর ৪৯-এর গৃহবধুর স্বামী ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন।

মহিলা বাড়িতে একাই থাকেন। সেই সুযোগে ৫ দুষ্কৃতী ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলা প্রতিবাদ করলে তাকে ঘর থেকে টেনে এনে বাইরে মারধর শুরু করে। এমনকি জামা কাপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ ৫ যুবকের বিরুদ্ধে। মহিলার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসলে ওই পাঁচ দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: দোলের দিন CPIM কর্মীদের বাড়িতে বোমা, রক্তারক্তি! 'অপরাধ' শুনলে তাজ্জব হয়ে যাবেন!

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে। গ্রামবাসীরা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি পাঁচ যুবকের বিরুদ্ধে এর আগেও এইরকম ধরনের ঘটনার সঙ্গে যুক্ত বলে আভিযোগ।

আরও পড়ুন: প্রতিদিন আধঘণ্টা করে কথা বলবেন অনুব্রত! কার সঙ্গে? ৩ আর্জি ঘিরে শোরগোল

নির্যাতিতা বধূ বলেন, 'আমাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে আমি প্রতিবাদ করলে আমাকে বেধড়ক মারধর করে, এমনকি জামা কাপড় ছিড়ে দেয়। চিৎকার করলেগ্রামবাসীরা ছুটে আসলে পালিয়ে যায় ওই পাঁচ যুবক আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি'। পবিত্র দাস, সৌমিত্র দাস, কালিদাস দাস, দীপঙ্কর দাস, সত্য দাস ৫ দুষ্কৃতির বিরুদ্ধে মহিলা হাসনাবাদ থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই ৫ জন ঘরের মধ্যে ঢুকল, এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

-----জুলফিকার মোল্যা

Published by:Suman Biswas
First published:

Tags: Basirhat, Crime News, West Bengal news