হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
এগরার পর উত্তপ্ত বেলঘরিয়া, রাতভর অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি

Crime News: এগরার পর উত্তপ্ত বেলঘরিয়া, রাতভর অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি, চাঞ্চল্য এলাকায়

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি বেলঘরিয়া থেকে

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি বেলঘরিয়া থেকে

Crime News: এগরা বজবজ কাণ্ডের পর তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । সোমবার রাতে বেলঘড়িয়া থানা এলাকার বিবেকানন্দ নগর অঞ্চল থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয় ।

  • Share this:

বেলঘরিয়া: এগরা বজবজ কাণ্ডের পর তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । সোমবার রাতে বেলঘড়িয়া থানা এলাকার বিবেকানন্দ নগর অঞ্চল থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয় । প্রায় একশো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয় । টিঙ্কু মজুমদার নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই বাজি উদ্ধার করা হয় । এই ঘটনায় অভিযুক্ত টিঙ্কু মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ ।

নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার এই অভিযান চলবে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর । যেভাবে এগরা বজ বজ বিভিন্ন এলাকায় বাজি বিস্ফোরণ হয়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের তারপরই জেলায় জেলার বিভিন্ন পুলিশ থানাগুলো তৎপর হয়েছে বাজি উদ্ধারে। বারাকপুর কমিশনারেটের পুলিশ এই নিষিদ্ধ বাজি ধরতে অভিযান চালায় রাতভর। প্রথমে বেলঘড়িয়া থেকে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হওয়ার পর খড়দহ রহড়া থানা এলাকায় উদ্ধার হয় আরও ৫০০ কেজি নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা। বেলঘড়িয়াতে যেমন মজুদ করা বাজির মালিককে গ্রেফতার করেছে তেমনি রহড়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

 আরও পড়ুন-বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই সর্বনাশ! ভ্যান উল্টে মৃত ১ নাবালক,আহত আরও ৩

আরও পড়ুন-ক্ষত সারিয়ে মঙ্গলবার থেকে ফের চালু বন্দে ভারত! হাওড়া থেকে কোন সময়ে রওনা হল ট্রেন

বারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই অভিযান চলবে। উত্তর ২৪ পরগনা বিভিন্ন এলাকায় এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট বাজির কারখানা সেখানেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। সামনে আসছে পুজো তার আগেই প্রচুর বাজি মজুদ করা হচ্ছিল । অধিকাংশ জায়গায় ধরা পড়ছে নিষিদ্ধ বাজি যেগুলো সরকার থেকে ব্যান্ করে দেওয়া হয়েছে।

অরুণ ঘোষ

Published by:Riya Das
First published: