হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
শিশুর উপর অত্যাচার! অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত

Crime News: শিশুর উপর অত্যাচার! অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত

বারাসত আদালত

বারাসত আদালত

Crime News: আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে ‍

  • Share this:

বারাসাত: বৈদ্যুতিক তথ্যপ্রমাণের উপরে ভিত্তি করে পসকো কেসের অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত। নিউ টাউনে একটি হাইরাইজ বিল্ডিং এর ১৪ তলার উপরে তুলে নিয়ে গিয়ে ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করলো বারাসাত পক্স আদালত। আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে।

গত, ৩রা মে ২০১৮ সালে সোমনাথ পাল পেশায় কুরিয়ার বয় ওই বিল্ডিংয়ে ডেলিভারি করতে যায়। অভিযোগ, ঠিকানা চিনিয়ে দেওয়ার জন্য একটি ৯ বছরের বাচ্চা মেয়ের কাছে জিজ্ঞাসা করেন। তখনই কথার ছলে বাচ্চা মেয়েটিকে লিফটের মধ্যে করে নিয়ে ১৪ তলায় উঠে যায়। সেখানেই ফাঁকা জায়গাতে ছাদ থেকে নীচে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে শিশুটির উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরে ওই নির্যাতিতা মেয়েটি বাড়ির লোকেদের বিষয়টি জানায়।

 

নিউটাউন থানায় কেস হলে অভিযুক্ত সোমনাথ পাল গ্রেফতার হয়। সোমনাথ পাল ওই বিল্ডিং এর রেজিস্টার্ড বুকে ৭ মিনিটের মধ্যে বেরিয়ে আসার কথা লিখেছিল। ৭ মিনিটের মধ্যে কীভাবে এত বড় ক্রাইম করে বেরিয়ে যাওয়া সম্ভব সেই নিয়ে প্রশ্ন তুলেছিল সোমনাথ পালের আইনজীবী। তবে বিদ্যুতিক তথ্যপ্রমাণের কাছে হার মানতে বাধ্য হয় সোমনাথ পালের আইনজীবী।

আরও পড়ুন, ভয় বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা! কবে থেকে শুরু হবে এর দাপট, কোথায় কোথায় সতর্কতা

আরও পড়ুন, শুধু গরুপাচারই নয়, অনুব্রতর বিপুল সম্পত্তির ‘রহস্যফাঁস’! বিস্ফোরক দাবি করল ED

ফরেনসিক রিপোর্ট অনুযায়ীও সোমনাথ পালকে দোষী সাব্যস্ত করেছে স্পেশাল কোর্ট ফর পসকো বারাসাত। যদিও বিরোধী আইনজীবী রুইদাস পাল জানিয়েছেন যে ইলেকট্রনিক্স তথ্যের কথা বলা হচ্ছে তা মডিফাই করা যায় সাজা ঘোষণার পর তারা উচ্চ আদালতে যাবেন বলে দাবি করেছেন তিনি। অভিযুক্ত সোমনাথ পালের মা ছেলে দোষী সাব্যস্ত হওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন।

জিয়াউল আলম

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Crime News