উত্তর ২৪ পরগনা: এগরা বিস্ফোরণকাণ্ডের পর তৎপর প্রশাসন। বিস্ফোরণের এই ঘটনার পরেই কড়া ভূমিকা নিয়েছে প্রশাসন। প্রশাসনিক নির্দেশে অবৈধ ভাবে মজুদ রাখা বাজি উদ্ধার করতে নানা প্রান্তে চলছে তল্লাশি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বাজি। তারপরও এদিন হাবরা বাজার দু’নম্বর গলির বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হল প্রায় ১০০ কেজির উপর নিষিদ্ধ বাজি।
বারংবার প্রশাসনের তরফ থেকে সচেতনতা প্রচারের পরও, বিভিন্ন ব্যবসায়ী তাদের দোকানে বিভিন্নভাবে লুকিয়ে এই বাজি মজুদ রেখেছিল বলেই পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়েই এদিন তল্লাশি অভিযানে নামে পুলিশ। হাবরা বাজারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাজি ভ্যানে করে নিয়ে আসা হয় হাবরা থানায়। পরবর্তীতে এই বাজি নিষ্ক্রিয় করা হবে বলেও থানা সূত্রে জানা গিয়েছে।
যদিও এখনও অবধি কাউকে এই ঘটনায় আটক করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। তবে প্রশাসনের তরফ থেকে সচেতনতা প্রচার চালানো হয়েছে গোটা বাজার এলাকায়। এরপরও যদি কোনও ব্যবসায়ী এ ধরনের নিষিদ্ধ বাজি ব্যবসা করেন তবে তার বিরুদ্ধে আইন অনুগ্রহ করা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। উচ্চ আদালত ইতিমধ্যেই এই ধরনের শব্দ বাজি ও বিভিন্ন ধরনের বাজিকে নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন, প্যাচপেচে এই গরম আর ক’দিন? অবশেষে সুখবর শোনাল হাওয়া অফিস, জারি অরেঞ্জ অ্যালার্ট
আরও পড়ুন, অবশেষে অপেক্ষার অবসান! ফের ভারতে ফিরছে BGMI, থাকবে একাধিক পরিবর্তন, জানুন
শর্তসাপেক্ষে একমাত্র পরিবেশবান্ধব বাজি অনুমতি দিলেও পরিবেশ সচেতকদের তরফ থেকে তা নিয়েও প্রতিবাদ জানানো হয়। আইপিএল এর মরশুমেও শব্দবাজির অস্তিত্ব টের পেয়েছে হাবড়াবাসীরা। আর তারপরই এগরা বিস্ফোরণ কান্ড বাড়িয়ে দিয়েছে প্রশাসনিক তৎপরতা। আগামী দিনেও এ ধরনের নিষিদ্ধ বাজির অভিযান চালানো হবে প্রশাসনের তরফ থেকে বলেই জানানো হয়েছে।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firecrackers