হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
ভারত ছাড়ার আগে নজির গড়ল সেলেব্রিটি সারমেয় সন্তু, তার কীর্তিকে নেটিজেনদের কুর্নিশ

Viral Santu Dog|| ভারত ছাড়ার আগে নজির গড়ল সেলেব্রিটি সারমেয় সন্তু, তার কীর্তিকে নেটিজেনদের কুর্নিশ 

সন্তু

সন্তু

Viral Santu Dog: বাংলাদেশের অন্যতম ভাইরাল খুলনার সন্তু সারমেয় কয়েক মাস হল এসেছে ভারতে। আর সেই খবর জানতেই সেলিব্রিটি থেকে টলি অভিনেতা অভিনেত্রীরাও তাকে দেখতে ছুটে এসেছিলেন।

  • Share this:

বারাসাত: সেলিব্রেটি ডগ সন্তু। প্রতিবেশী বাংলাদেশে থাকলেও, তার ফ্যান ফলোয়ারের সংখ্যা রীতিমতো চোখ ধাঁধানো। সেই বাংলাদেশের অন্যতম ভাইরাল খুলনার সন্তু সারমেয় কয়েক মাস হল এসেছে ভারতে। আর সেই খবর জানতেই সেলিব্রিটি থেকে টলি অভিনেতা অভিনেত্রীরাও তাকে দেখতে ছুটে এসেছিলেন। আদর করেছেন, সময় কাটিয়েছেন সন্তুর সঙ্গে। সেই ছবিও দিয়েছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। দেবে নাই বা কেন! সন্তু যে সেলিব্রেটি। তার ফ্যান ফলোয়ার টক্কর দিতে পারে যে কোনও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদেরও।

ভারতে সন্তু আসার খবর পেয়ে প্রথমেই ছুটে আসেন বাংলা চলচিত্রের অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়। তার পর একে একে আসেন অনেকেই।সন্তু ভারতে এসে বিভিন্ন জায়গায় ঘুরেছে, আনন্দও করেছে। ভাইরাল এই সন্তুর সবথেকে বেশি ফ্যান ভারতেরই। প্রায় পাঁচ লক্ষ্য ফলোয়ার এই মূহুর্তে তার নানা কীর্তি দেখার জন্য অপেক্ষা করেন।

আরও পড়ুনঃ সুপ্রিম নির্দেশে যশোর রোডের ৩০৫ টি প্রাচীন গাছের মৃত্যু নিশ্চিত হল! পরিবেশকর্মীরা কী করবেন?

সন্তুর সোশ্যাল মিডিয়ায় শুধু সন্তু নয়, তার সাথে ময়না চরিত্রও সকলের চেনা। সোশ্যাল মিডিয়ায় ময়না বলে সকলে চিনলেও তার আসল নাম তনুশ্রী রায়। খুলনার বাসিন্দা এই ইউটিউবারের পোষ্য সন্তু। সোশ্যাল মিডিয়ায় এখন বদ ময়না ও সন্তুর ভাইরাল নানা ভিডিও দেখা যায়।

ভারত ভ্রমণ শেষে চলতি মাসেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে সন্তুর। আর তার আগেই এ দিন বারাসত রবীন্দ্র ভবনে দুরারোগ্য রোগে আক্রান্ত ছোট্ট সংযুক্তার চিকিৎসার জন অর্থ সংগ্রহ করতে দেখা গেল সন্তুকে। সকলের সঙ্গে এ দিনও খোশ মেজাজে দেখা গেল ভাইরাল সারমেয় সন্তুকে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশেষে অতিথিও। সকলেই মুগ্ধ হয়ে দেখেন সন্তুর কীর্তি।

Rudra Narayan Roy

Published by:Shubhagata Dey
First published:

Tags: Viral