হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
পানিহাটিতে সরকারি কর্মীর বাড়ির ছাদ লক্ষ্য করে বোমাবাজি

North 24 parganas News: পানিহাটিতে সরকারি কর্মীর বাড়ির ছাদ লক্ষ্য করে বোমাবাজি

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

এক বিদ্যুৎ কর্মীর বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করল দুষ্কৃতীরা, বোমাবাজির ফলে বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    খড়দহ: পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে শ্যামা দাস ব্যানার্জি স্ট্রিট এলাকায় মনোজ প্রসাদ নামে এক বিদ্যুৎ কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করল দুষ্কৃতীরা। বোমাবাজির ফলে বাড়ি ব্যাপক ক্ষতি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। দুষ্কৃতীদের এই বোমাবাজির ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানা, দুষ্কৃতীদের খোঁজার কাজ চালাচ্ছে পুলিশ।

    এলাকার মানুষের দাবি পানিহাটি এই অঞ্চলে কোনদিন কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা এভাবে একটি বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লো তার কোনও কারণ খুঁজে পাচ্ছে না আতঙ্কিত পরিবার ও এলাকাবাসীরা।

    আরও পড়ুন: সকালবেলা মাঠের মধ্যে কে শুয়ে? কাছে যেতেই আঁতকে উঠলেন মহিলা, চাঞ্চল্য কান্দিতে

    যে ব্যক্তির বাড়িতে বোমা ছোড়া হয়েছে তারা এলাকায় শান্তিপ্রিয় মানুষ বলে পাড়াপড়শিরা জানেন।দুষ্কৃতীরা তাদের উপস্থিতি জানাবার জন্যই কি এ ধরনের বোমা ফেলে এলাকায় ভয় সৃষ্টি করতে চাইছে?

    বোমাবাজির ফলে বাড়ির জানালার কাঁচ থেকে শুরু করে ছাদে রাখা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে । যদি কোনও কারণে ছাদে না পড়ে বোমটি ঘরে গিয়ে পড়ত তাহলে বড়সড় ক্ষতির হতে পারত পরিবারের সদস্যদের। খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কী উদ্দেশ্যে বা কেন এ ভাবে বোমা ছুড়ে ভয়ের পরিবেশ তৈরি করল দুষ্কৃতীরা, তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।

    Arun Ghosh

    First published:

    Tags: North 24 Parganas