হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
গ্রামে ওরা কারা? সন্দেহ হতেই হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা! হিঙ্গলগঞ্জে শোরগোল

North 24 Parganas News: গ্রামে ওরা কারা? সন্দেহ হতেই হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা! হিঙ্গলগঞ্জে শোরগোল

হিঙ্গলগঞ্জে ধৃত বাংলাদেশী৷

হিঙ্গলগঞ্জে ধৃত বাংলাদেশী৷

গ্রামবাসীরা অনুপ্রবেশকারীকে ধরে ফেললে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিক ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হাজির হয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বসিরহাট: হিঙ্গলগঞ্জের গ্রামবাসীদের হাতে পাকড়াও বাংলাদেশী অনুপ্রবেশকারী।উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের বাঁকড়া বোলতলা এলাকায় রবিবার রাতে ৫-৬ জনের একটি দল বাংলাদেশ থেকে পার হয়ে এপারে আসে। এলাকার সাধারণ মানুষ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে একজনকে হাতেনাতে পাকড়াও করে ফেলে এবং বাকি চার পাঁচজন পালিয়ে যায়।

    গ্রামবাসীরা অনুপ্রবেশকারীকে ধরে ফেললে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিক ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হাজির হয়। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতের নাম আশরাফুল গাজি৷ তাঁর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরাতে। শনিবার বিএসএফের আধিকারিকরা ধৃতকে থানার হাতে তুলে দেয়।

    আরও পড়ুন: শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে ভয়াবহ শ্যুটআউট, গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যু

    তবে এত কিছুর পরেও প্রশ্ন উঠে আসছে, বিএসএফের কড়া নজরদারি থাকা সত্বেও ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে কীভাবে সীমানা পার হয়ে এল বাংলাদেশী অনুপ্রবেশকারীরা। কীভাবে চোরা পথে অনুপ্রবেশের ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু মানুষ, তাহলে কি এর সঙ্গে বিএসএফের কোনও মদত রয়েছে! আরও একবার প্রশ্ন চিহ্ন রয়ে গেল।

    আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চোরা চালান, গরু পাচারের মতো ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি৷ রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলও বার বার বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷ এ দিনের ঘটনার পরও স্থানীয় ভাবে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷

    জুলফিকার মোল্লা

    First published:

    Tags: Bangladesh, North 24 Parganas