উত্তর ২৪ পরগনা: ভোট আসে, ভোট যায়। স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও পানীয় জলের সমস্যা একইভাবে রয়ে গিয়েছে এখানে। কল আছে, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। এমনই পানীয় জলের সঙ্কটে ভুগছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকার মানুষ।
একদিন-দুদিন নয়, পানীয় জলের এই সঙ্কট এই এলাকায় বহুদিনের। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে আছে টিউবওয়েলগুলো। এগুলো সারানোর বিষয়ে প্রশাসন বিন্দুমাত্র গা করে না।
আরও পড়ুন: কৃষকরা ১০ লক্ষ টাকা চাঁদা তুলে গ্রামে কংক্রিটের রাস্তা তৈরি করছে!
দোলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি এলাকায় পানীয় জলের কল আছে। কিন্তু সেই কলের কোথাও পাইপ ফাটা, আবার কোথাও পাইপ ফুটো। এমনকী জল ধরে রাখার জায়গাগুলোও অধিকাংশ নষ্ট হয়ে যাচ্ছে। সে কারণেই জল পাচ্ছেন না সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষ। এর ফলে জল আনতে যেতে হয় বহু দূরে। পাশাপাশি রাস্তার বেহাল দশা নিয়েও ক্ষোভ জমেছে গ্রামবাসীদের মনে। তাঁদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে সাইকেল, বাইক চালানো যায় না। অসুস্থ ব্যক্তি কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চরম সমস্যায় পড়তে হয়। রাস্তা, পানীয় জলের এই বেহাল অবস্থা দেখা গেল হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের কোঠাবাড়ি এলাকায়। এখনও শীত পুরোপুরি যায়নি, গরম পড়তে বেশ কিছুটা বাকি আছে। কিন্তু এরই মধ্যে পানীয় জলের সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে এই এলাকায়। গ্রামবাসীরা চাইছেন, দ্রুত পানীয় জলের এই সঙ্কট মেটাতে কোনও একটা ব্যবস্থা নিক প্রশাসন।
জুলফিকার মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।